বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মুখ্যমন্ত্রীর ভাইঝি বৃষ্টি কবে চাকরির পরীক্ষা দিয়েছিলেন? মনে করতে পারলেন না বাবা

মুখ্যমন্ত্রীর ভাইঝি বৃষ্টি কবে চাকরির পরীক্ষা দিয়েছিলেন? মনে করতে পারলেন না বাবা

মমতা বন্দ্যোপাধ্যায় ও বৃষ্টি মুখোপাধ্যায়।

নিহারবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেয়ে কী করে চাকরি পেয়েছে জানি না। ও মানসিক রোগী। পিজি হাসপাতালে ওর চিকিৎসা চলছে। ও সারাদিন ঘুমায়।

গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যয়ের মামাতো ভাই তৃণমূল নেতা নিহার মুখোপাধ্যায়ের মেয়ে। যদিও নিহারবাবুর দাবি, তাঁর মেয়ে মানসিক রোগী। এমনকী বৃষ্টি কবে গ্রুপ সির নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন বলেও মনে করতে পারছেন না তিনি। প্রশ্ন উঠছে, তাহলে চাকরি পেলেন কী করে?

নিহারবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেয়ে কী করে চাকরি পেয়েছে জানি না। ও মানসিক রোগী। পিজি হাসপাতালে ওর চিকিৎসা চলছে। ও সারাদিন ঘুমায়। কিন্তু কবে পরীক্ষা দিয়েছিলেন বৃষ্টি? নিহারবাবু বলেন, চাকরি যখন পেয়েছে তখন নিশ্চই পরীক্ষা দিয়েছিল। ওর বিয়ে হয়ে যাওয়ার পরে সব খবর তো পেতাম না।

ওদিকে বৃষ্টি যে স্কুলে চাকরি করতেন সেই বোলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক পুলক আচার্য বলেন, ২০১৯ সালে স্কুলে চাকরি পান বৃষ্টি। যেখান থেকে সুপারিশ পত্র আসার কথা সেখান থেকেই এসেছিল। তবে তিনি মাত্র ১ দিন চাকরি করেই ইস্তফা দেন। যদিও স্থানীয়দের দাবি, বৃষ্টি মুখোপাধ্যায়কে বেশ কয়েকবার স্কুলে দেখেন তাঁরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পারিবারিক সম্পর্কও স্বীকার করে নিয়েছেন নিহারবাবু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আমার পিসতুতো দিদি। তবে তাঁর সঙ্গে খুব বেশি যোগাযোগ হয় না।

নিয়োগ দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যের নাম জড়ানোয় আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের দাবি, সাধারণ মানুষের চাকরি চুরি করে নিজেদের মধ্যে বাটোয়ারা করে নিয়েছে তৃণমূল। এমনকী মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও বাদ যাননি।

 

বন্ধ করুন