পুরভোটে সর্বত্র সবুজ ঝড় দেখা গেলেও পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অব্যাহত রয়েছে। বাদ গেলনা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভাও। প্রত্যাশা মতো বসন্ত রায়কে এবার ভাইস চেয়ারম্যান না করায় ক্ষোভ তৈরি হয়েছে কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলরদের একাংশের মধ্যে। ছয় বারের জয়ী কাউন্সিলর বসন্ত রায় এর আগে পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। এই অবস্থায় তাঁকে পুনরায় ভাইস চেয়ারম্যান না করায় পুর বোর্ড ছয় মাসও টিকবে না বলেই মনে করছেন বসন্ত রায়।
গতকাল পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং আজ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের পরেই গোষ্ঠীকোন্দল তীব্র হয়েছে কালিয়াগঞ্জ পুরসভায়। এবার কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন রাম নিবাস সাহা। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বর রজক। বসন্ত রায়ের অভিযোগ, এর জন্য কোটি টাকার লেনদেন হয়েছে। তিনি বলেন, ‘আমার কাছে যা খবর রয়েছে তাতে ভাইস চেয়ারম্যান পদ নিয়ে কোটি টাকার লেনদেন হয়েছে। এখানে নামেই এসটি, সংখ্যালঘু সেল রয়েছে। আদৌও সেখানে কোনও কাজ হয় না।’
প্রসঙ্গত, ১৭ টি আসন বিশিষ্ট কালিয়াগঞ্জ পুরসভার ১০ টি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল। ৬ টি ওয়ার্ডে জিতেছে বিজেপি এবং একটি ওয়ার্ডে নির্দল জিতেছে। ১৭ নম্বর ওয়ার্ড থেকে এবারের কাউন্সিলর হয়েছেন বসন্ত রায়। তাঁকে ভাইস চেয়ারম্যান না করায় তিনি দলকে হুঁশিয়ারি দিয়েছেন, ‘এর ফল দলকে ভুগতে হবে। আগামী ৬ মাসের মধ্যে কালিয়াগঞ্জ পুর বোর্ড ভেঙে যাবে।’ তাঁর দাবি, ৫ জন কাউন্সিলর রয়েছেন তাঁর সঙ্গে। তবে দলের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও তিনি দল ছাড়বেন না বলেই জানিয়েছেন। এ বিষয়ে দলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেছেন, ‘তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এখানে স্থানীয় নেতৃত্বের কোনও হাত নেই।’