বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘ওদের সঙ্গেই দল করে আমার স্বামী,তারপরেও কেন হামলা জানি না’ TMC- র গোষ্ঠীদ্বন্দ্ব

‘ওদের সঙ্গেই দল করে আমার স্বামী,তারপরেও কেন হামলা জানি না’ TMC- র গোষ্ঠীদ্বন্দ্ব

দক্ষিণ দমদমে ভাঙচুর করা হল তৃণমূল কর্মীর বাড়ি ও অফিস। নিজস্ব ছবি।

এই অভিযোগ উঠেছে দক্ষিণ দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগর এলাকায়।

রবিবার পুরভোট পর্ব মিটতে না মিটতেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দমদম পুরসভা। তৃণমূলের এক কর্মীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠল অন্য এক তৃণমূল কর্মী এবং তার দলবলের বিরুদ্ধে। এই অভিযোগ উঠেছে দক্ষিণ দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগর এলাকায়। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পেশায় ব্যবসায়ী নান্টু ঘোষ নামে ওই তৃণমূল কর্মীর বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি তার বাবা এবং তিন বছরের বাচ্চাকেও মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নান্টু সাহার স্ত্রী ছায়া দাসের অভিযোগ, ‘রবিবার রাত ১২ টা নাগাদ প্রায় ১০০ জন দুষ্কৃতী তার বাড়িতে এসে নান্টুর খোঁজ করে। তাদের বেশ কয়েকজনের হতে রড, ইট ছিল। নান্টুকে না পেয়ে তারা আমাদের অফিস ভাঙচুর করে। অফিসে থাকা যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে টিভি ভাঙচুর করে। এরপরে বাড়িতে ঢুকে জানলার কাঁচ ভেঙে দেয়।’ তার আরও অভিযোগ, ‘ওরা আমার শ্বশুরমশাই এবং শাশুড়িকেও মারধর করেছে এমনকী তিন বছরের বাচ্চাকেও রেহাই করেনি।’

 

এই ঘটনার সঙ্গে তৃণমূল প্রার্থী ঊষা দেবনাথের অনুগামীরা জড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন নান্টুর স্ত্রী । ছায়া দাসের বক্তব্য, ‘আমার স্বামীও তৃণমূল করে। ওদের সঙ্গে একসঙ্গে কাজ করে। তারপরেও ওরা কেন হামলা করেছে আমি জানি না।’ ঘটনায় ইতিমধ্যেই দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত নান্টু সাহার পরিবার।

বন্ধ করুন