বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জুনে জিটিএ নির্বাচন, ভোট হবে শিলিগুড়ি মহকুমা পরিষদেও

জুনে জিটিএ নির্বাচন, ভোট হবে শিলিগুড়ি মহকুমা পরিষদেও

জিটিএ ভবন

গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে পারস্পরিক বিরোধের আবহেই পাহাড়ের রাজনীতিতে নতুন দলের সৃষ্টি হয়েছে। বিনয় তামাঙ ঘনিষ্ঠ অনীত থাপা নতুন দল গঠন করেছেন। এছাড়াও অজয় এডওয়ার্ডের হামরো পার্টিরও উত্থান হয়েছে। এই পরিস্থিতিতে জিটিএ–এর ক্ষমতা কাদের কাছে যায়, এখন সেটাই দেখার।

‌জুনে জিটিএ নির্বাচন হবে। সেইসঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনও হবে। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি পাহাড়ে গিয়ে জিটিএ নির্বাচনের কথা জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই পরের মাসে নির্বাচন হতে চলেছে।

গত মার্চ মাসে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানিয়ে এসেছিলেন, পাহাড়ে দুই–তিন মাসের মধ্যেই জিটিএ নির্বাচন হবে। সবাই চাইছে জিটিএ নির্বাচন হোক। মুখ্যমন্ত্রী পাহাড়ের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও করেছিলেন। সেই বৈঠকে হাজির ছিল সদ্য দার্জিলিঙ পুরসভা দখল করা হামরো পার্টি। হামরো পার্টির অবশ্য বক্তব্য ছিল, তারা এখনই পাহাড়ে জিটিএ নির্বাচন চায় না। তবে সরকার যদি জিটিএ নির্বাচন করে, তাহলে তারা নির্বাচনে অংশ নিতেও প্রস্তুত বলে জানিয়েছিল হামরো পার্টি নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর কথা মতোই শেষ পর্যন্ত পাহাড়ে জিটিএ নির্বাচন হচ্ছে। তবে কবে ভোট হবে সে সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি।

দীর্ঘদিন ধরে পাহাড়ে জিটিএ নির্বাচন হয় না। গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুঙ একটা সময়ে জিটিএ চেয়ারম্যানের দায়িত্ব সামলেছিলেন। গুরুঙ ছেড়ে যাওয়ার পর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন বিনয় তামাঙ। পরবর্তীকালে জিটিএ পরিচালনার ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। বিমল গুরুঙ ও বিনয় তামাঙ গোষ্ঠীর মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে। গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে পারস্পরিক বিরোধের আবহেই পাহাড়ের রাজনীতিতে নতুন দলের সৃষ্টি হয়েছে। বিনয় তামাঙ ঘনিষ্ঠ অনীত থাপা নতুন দল গঠন করেছেন। এছাড়াও অজয় এডওয়ার্ডের হামরো পার্টিরও উত্থান হয়েছে। এই পরিস্থিতিতে জিটিএ–এর ক্ষমতা কাদের কাছে যায়, এখন সেটাই দেখার।

বন্ধ করুন