বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > GTA: জিটিএ নির্বাচনে অনড় মমতা, অন্যভাবে প্রার্থী দিয়ে ভেসে থাকার চেষ্টা বিমলের

GTA: জিটিএ নির্বাচনে অনড় মমতা, অন্যভাবে প্রার্থী দিয়ে ভেসে থাকার চেষ্টা বিমলের

বিমল গুরুং (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

নির্বাচন স্থগিত হবে না এটা আঁচ করে এবার নির্দল প্রার্থী দাঁড় করাল মোর্চা। নির্বাচনের ময়দানে না এলে হারিয়ে যেতে পারে মোর্চা এটা আঁচ করেই কি ঘুরপথে প্রার্থী দিতে বাধ্য হল গুরুং?

জিটিএ নির্বাচন নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। জিটিএ নির্বাচন স্থগিতের দাবিতে অনশনও করেছিলেন বিমল গুরুং। এরপর অসুস্থ হয়ে তিনি সিকিমের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে বাস্তবে দেখা যাচ্ছে জিটিএ নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রার্থী দিয়েছে মোর্চা।

তাঁদের যুক্তি বিরোধীরা যাতে ওয়াকওভার পেতে না পারে সেকারণে এই উদ্যোগ। তবে ওয়াকিবহাল মহলের মতে, আসলে শেষ মুহূর্তে বড় চাল দিল মোর্চা। পাশাপাশি মমতার অনড় মনোভাবের সামনে পাহাড় রাজনীতিতে ভেসে থাকারও আপ্রাণ চেষ্টা বিমলের। প্রসঙ্গত আগামী ২৬জুন জিটিএ নির্বাচন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নানা ঘটনাক্রমে বর্তমানে পাহাড়ে মোর্চার পায়ের নীচে থেকে মাটি সরে গিয়েছে। নির্বাচন স্থগিত হবে না এটা বুঝেই এবার ঘুরপথে সেই নির্বাচনী লড়াইতে নামতে বাধ্য হলেন বিমল। সেক্ষেত্রে মোর্চা নাম দিয়ে প্রার্থী দাঁড় করিয়ে ভরাডুবি হলে বিপদ আরও বাড়বে। অন্যদিকে নির্দল হিসাবে দাঁড় করালে বিক্ষুব্ধরাও সমর্থন করতে পারে। এসব বুঝেই হিসাব করেই জিটিএ নির্বাচনে নির্দল প্রার্থী দাঁড় করালো মোর্চা।

জিটিএতে মোট ৪৫টি আসন রয়েছে। সবকটি আসনেই মোর্চা প্রভাবিত নির্দল হিসাবে প্রার্থীরা মনোনয়ন দিয়েছেন।এদিকে মোর্চার এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছে অন্য়ান্য একাধিক রাজনৈতিক দল। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দাবি, এতদিন তো বলছিল ওরা জিটিএ নির্বাচনই চাইছেন না। তারপরেও কেন প্রার্থী দিল?  

এদিকে পাহাড়ে বর্তমানে পুরসভার ক্ষমতায় রয়েছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। মোর্চার এই ভূমিকায় হতবাক তাঁরাও। জিটিএ যে সমাধানের পথ নয় আরও একবার মনে করিয়ে দিয়েছে বিজেপি।  

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

চলতি বছরই ফের গাঁটছড়া বেঁধেছেন, এর মধ্যে সুখবর দিলেন কাঞ্চন! কী জানালেন? হরিয়ানায় লজ্জার হার কৃষক নেতা গুরনামের, জুটল মোটে ১১৭০ ভোট, পাশে নেই ১% লোকও ষষ্ঠীতে T20I-এর লড়াই সূর্যকুমার ও হরমনপ্রীতদের, ভারতের ২টি ম্যাচ দেখবেন কীভাবে? পুজোয় নয়া কর্মসূচি ডাক্তারদের, ষষ্ঠীতে কলকাতা জুড়ে 'অভয়া পরিক্রমা' হরিয়ানা ছুঁল পুরনো রেকর্ড, বিধানসভায় সর্বোচ্চ সংখ্যক মহিলা, কোন দলের কতজন জিতলেন আরজি কর বিতর্ক অতীত, পুজোয় 'আপনজন' সৌরভ নিলেন ২০০ জন শিশুর পড়াশোনার দায়িত্ব জম্মু-কাশ্মীরে খাতা খুলল AAP, বিজেপিকে চমকে দেওয়া মালিককে ফোন কেজরির কল্যাণী-সহ শিয়ালদায় ২০ পুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে! কখন ছাড়বে? রইল টাইমটেবিল আগেরদিন পা কাঁপছিল, আর এখন বাংলাদেশ বলছে মায়াঙ্কের মতো বোলারকে আমরা নেটে খেলি! চতুর্থবারের জন্য জাতীয় পুরস্কার পেতেই উচ্ছ্বসিত মনোজ! বললেন 'ভাবতাম একবার যদি…'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.