পুলিশকে গুলি করে আসামি পালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত আবদুল ওরফে আওয়াল নামে বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার রসখোয়া থেকে তাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
গত বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকার পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পালায় সাজ্জাক আলম নামে এক দুষ্কৃতী। আদালত থেকে রায়গঞ্জ জেলে নিয়ে যাওয়ার সময় প্রস্রাব করার নামে করে গাড়ি থেকে নেমে চাদরের নীচে লুকানো বন্দুক থেকে গুলি চালায় সাজ্জাক। এর পর জানা যায়, জেল লক আপে সাজ্জাককে বন্দুকটি পৌঁছে দিয়েছিল আওয়াল নামে এক বাংলাদেশি দুষ্কৃতী। এর পর তার খোঁজ শুরু করে পুলিশ।
শনিবার ভোরে গোয়ালপোখরেই বাংলাদেশ সীমান্তের কাছে পুলিশের গুলিতে মৃত্যু হয় সাজ্জাকের। রবিবার রাতে এই ঘটনায় জড়িত হজরত নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। গুলি চালানোর পর এই হজরতের বাইকে করেই পালিয়েছিল সাজ্জাক। সোমবার করণদিঘি থানার রসখোয়া থেকে আবদুল হোসেন ওরফে আওয়ালকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি নাগরিক হলেও স্থানীয় পরিচিতির সুযোগে অবাধে সীমান্ত পারাপার করত এই আওয়াল। চুরি - ডাকাতি - ছিনতাইসহ আওয়ালের যাবতীয় কুকর্মে সঙ্গী ছিল সে। এর আগে একটি ঘটনায় জেলবন্দি ছিল আওয়াল। জেল থেকে ছাড়া পাওয়ার পরে তাকে বাংলাদেশে ছেড়ে দিয়ে আসার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তার পরেও সে কী ভাবে ভারতে রয়ে গেল সেই প্রশ্ন উঠছে।