বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Hafiz Alam Sairani: দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন প্রবীণ নেতা হাফিজ

Hafiz Alam Sairani: দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন প্রবীণ নেতা হাফিজ

হাফিজ আলম সৈরানি।

বর্তমানে ফরওয়ার্ড ব্লকের অন্দরে দলের পতাকা পরিবর্তন নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। দল সিদ্ধান্ত নিয়েছে কাস্তে হাতুড়ি বাদ দিয়ে শুধুমাত্র বাঘ থাকবে পতাকায়। তাই নিয়ে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষুব্ধদের প্রশ্ন, ১৯৪৮ সাল থেকে তারা পতাকায় এই প্রতীক ব্যবহার করে আসছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে আন্দোলন জোরদার করতে চাইছে বামেরা। সেই মুহূর্তে ভাঙন ধরল বাম শিবিরে। দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন প্রবীণ নেতা হাফিজ আলম সৈরানি। দলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, পরিকল্পনাহীন এবং দিশাহীন ভাবে দল চলছে। দলে অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: ‘কখনও কখনও শয়তান ফেরেস্তার ছদ্মবেশে আসে’, জলপাইগুড়িতে বললেন সেলিম

বর্তমানে ফরওয়ার্ড ব্লকের অন্দরে দলের পতাকা পরিবর্তন নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। দল সিদ্ধান্ত নিয়েছে কাস্তে হাতুড়ি বাদ দিয়ে শুধুমাত্র বাঘ থাকবে পতাকায়। তাই নিয়ে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষুব্ধদের প্রশ্ন, ১৯৪৮ সাল থেকে তারা পতাকায় এই প্রতীক ব্যবহার করে আসছে। তাহলে এখন কেন তা বদল করা হচ্ছে? এই প্রশ্ন তুলে দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দল বিক্রির অভিযোগ পর্যন্ত করেছেন অনেকেই। জানা গিয়েছে, ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সম্পাদক দেবব্রত বিশ্বাসকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন হাফিজ আলম সৈরানি।

তিনি পদত্যাগ পত্রে লিখেছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি এবং অন্যান্য ইস্যুতে জোরদার আন্দোলন গড়ে তোলার সুযোগ ছিল। কিন্তু সে ক্ষেত্রে দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে দিশাহীন হয়ে পড়েছে রাজ্য নেতৃত্ব। তারা আন্দোলনকে জোরদার করা এবং কর্মীদের মনবলকে জীবিত করার কোনও প্রয়াসই করছেন না। দলের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের ফলে কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়ছেন।

প্রসঙ্গত, কোচবিহারের ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছিলেন। তার অভিযোগ ছিল, উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক থাকাকালীন সেই টাকা আত্মসাৎ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। যদিও সেই সময় উদয়নের বিরুদ্ধে পর্যাপ্ত নথি না থাকায় কোনও ব্যবস্থা নিতে পারেনি ফরওয়ার্ড ব্লক।

বন্ধ করুন