দার্জিলিংয়ে শিলাবৃষ্টি। একেবারে সাদায় সাদা চারদিক। তবে পর্যটকদের একাংশের দাবি সোমবার দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় একেবারে পেঁজা তুলোর মতো তুষারপাত হয়।তবে স্থানীয় সূত্রে খবর কিছু জায়গায় শিলাবৃষ্টিকে তুষারপাত ভেবে ভুল করেছিলেন অনেকে। তবে দূর দূরান্ত থেকে যাওয়া পর্যটকদের কাছে এটাও একটা বিরাট পাওনা। 'বরফ' পড়ার খবর ছড়িয়ে পড়তেই হোটেলের রুম থেকে বেরিয়ে পড়েন পর্যটকরা।
মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় ছেয়ে আছে চারদিক। কিছু দেখা যাচ্ছে না এমন ঘন কুয়াশা। সূত্রের খবর, সোমবার সকালে সিকিম ও দার্জিলিং পাহাড়ে প্রথমে শিলাবৃষ্টি হয়েছিল। এরপর শুরু হয় তুষারপাত। এমনটাই দাবি পর্যটকদের। এদিকে প্রবল কুয়াশার জেরে দৃশ্য়মানতা মারাত্মকভাবে কমে গিয়েছে।
একদিকে শিলাবৃষ্টি। তারপরই তুষারপাত? বিভিন্ন জায়গায় একেবারে সাদায় সাদা হয়ে যায়। সেই ছবি ক্যামেরাবন্দি করার জন্য বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বরফের চাদরে কার্যত মুড়ে যায় দার্জিলিং।
দার্জিলিংয়ের জলা পাহাড় সংলগ্ন এলাকায়, সেন্ট পলস স্কুল সংলগ্ন এলাকা, লালকুঠি সহ একাধিক জায়গা তুষারপাত হয় বলে পর্যটকদের দাবি। তার সঙ্গেই একেবারে কনকনে ঠান্ডা। এদিকে কেবলমাত্র দার্জিলিংয়ে নয়, উত্তরবঙ্গের সমতল এলাকাতেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে।
দার্জিলিংয়ের একাধিক রাস্তায় তুষারপাতের ছবি ধরা পড়েছে। এমনটাই দাবি পর্যটকদের একাংশের। তাঁদের মতে, ঝিরঝিরে বৃষ্টি। কিছুটা শিলাবৃষ্টি। আর তারপরেই শুরু হল তুষারপাত। রাস্তার পাশে সেই জমে থাকা তুষার দেখতে পাওয়া যায়। তবে তুষার নাকি শিলাকবৃষ্টি তা নিয়ে জোর চর্চা দার্জিলিংয়ে।