হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল এখন তৃণমূল কংগ্রেসে। বিরোধী দলনেতার খাসতালুকে এমন ধস চিন্তায় ফেলেছে। খোদ শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন এই পরিস্থিতি তাঁর কাছে বেশ কঠিন হয়ে উঠবে। তাই এখন হলদিয়া বিধানসভা এলাকার দুটি মণ্ডলের সভাপতি বদল নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিজেপি। তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হলদিয়ার ৪ এবং ৫ নম্বর মণ্ডলের সভাপতি বদল করল বিজেপি। আর তাপসী মণ্ডলের দলবদলের প্রভাব যাতে দলে না পড়ে সেটা নিশ্চিত করতেও উদ্যোগী হয়েছে বিজেপি। আর তাই আগামীকাল বৃহস্পতিবার হলদিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী।
এই বৈঠকেই পরবর্তী চলার পথের দিশা দেবেন শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যাওয়া মানে আরও বেশ কিছু নেতা–কর্মী শুধু যাওয়ার অপেক্ষায়। শুভেন্দুর এই বৈঠকের পরও অনেকে বিজেপি সংস্রব ত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তাপসী মণ্ডল দল বদল করার পর শাসকদলে যোগ দেন হলদিয়ার বিজেপির ২ মণ্ডল সভাপতি। আসলে গোটা ঘটনার মূল কারিগর শ্যামল মাইতি। যিনি অত্যন্ত দক্ষ সংগঠক। এটাই শুভেন্দুর কাছে বাড়তি চাপ। আর এখন শ্যামল মাইতির উপর কোনও অত্যাচার করতে পারবে না শুভেন্দুর অনুগামীরা। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হলদিয়া আসন বিজেপির কাছে চরম চ্যালেঞ্জের। এখনও পর্যন্ত যা খবর তাতে তাপসী মণ্ডল আবার টিকিট পাবেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতলে প্রমাণ হয়ে যাবে শুভেন্দুর গড় বলে কিছু নেই।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের খাতা দেখছেন আংশিক সময়ের শিক্ষকরা! সঠিক মূল্যায়ন হবে তো?
এই পরিস্থিতিতে দ্রুত হলদিয়ার ৪ এবং ৫ মণ্ডলের সভাপতি বদলের নির্দেশ চলে এল। ২৪ ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হল নতুন দুই মণ্ডল সভাপতির নাম। হলদিয়া ৪ মণ্ডলের বিজেপির সভাপতি ছিলেন দেবাশিস ভুঁইয়া। সেখানে নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে কেশবচন্দ্র দাসকে। আর ৫ মণ্ডলের মণ্ডল সভাপতি সূর্যকান্ত ভুঁইয়াকে সরিয়ে নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে কার্তিকচন্দ্র দাসকে। এই বিষয়ে কার্তিকচন্দ্র দাস বলেন, ‘তাপসী মণ্ডলকে জেতাতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হতো না। এখন তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই আমাকে দায়িত্ব দেওয়া হল। আমরা খুশি।’
হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করতেই মঙ্গলবার মহিষাদলে বিজেপির কার্যালয় আলো দিয়ে সাজানো হয়। মিষ্টি বিতরণ করা হয়। এবার আগামীকাল বৃহস্পতিবার হলদিয়ার টাউনশিপে জেলার নেতাদের নিয়ে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই ঘটনার পর প্রস্তুতি বৈঠক সেরেছেন হলদিয়ার বিজেপি নেতারা। সেই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন দলের বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ–সভাপতি আনন্দময় অধিকারী, ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী–সহ অন্যান্য নেতারা।