গড় ভেঙেছেন বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর খাসতালুকের বিধায়ক এখন তৃণমূল কংগ্রেসে। যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করে তৃণমূল কংগ্রেস ঘুম ছুটিয়ে দিয়েছে বিজেপির তাতে যোগ্য সঙ্গ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। একদা বিরোধী দলে থেকে শাসকদলকে নানা কটূ কথা বলেছিলেন। সেটা তো রাজ্য–রাজনীতির অঙ্গ। কিন্তু এখন তিনি মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হয়েছেন। যেদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাপসী মণ্ডল সেদিনও বিধানসভায় বসে বিজেপির বিধায়কদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছিলেন। তার মধ্যেই ঘটে সার্জিক্যাল স্ট্রাইক। আর তাই এবার বিশেষ দায়িত্ব এবং নতুন পদ পেলেন বিধায়ক তাপসী মণ্ডল।
একদা সিপিএম ঘরানা থেকে উঠে আসা নেত্রী নিজের রাজনৈতিক গুরুর সঙ্গে যান বিজেপিতে। কিন্তু এখানে তাঁর আগে যে শত্রু ছিল সেই রয়েছে মাথায়। তাই অনেক চেষ্টা করার পরও টিকতে পারলেন না তাপসী মণ্ডল। তাই গেরুয়া সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে চলে এলেন। নেপথ্যে কারিগর কিন্তু তাঁর রাজনৈতিক গুরু। তাপসী মণ্ডলের রাজনৈতিক গুরু শ্যামল মাইতি। যাঁর হাত ধরে বারবার হলদিয়া দখলে রাখতে পেরেছিল সিপিএম। গুরু–শিষ্যা সিপিএম ছাড়তেই ওই আসনটিও হাতছাড়া হয়ে যায় সিপিএমের। বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছিল বন্দর শহরের আসনটি। এবার সেই আসনটি তৃণমূল কংগ্রেসকে দিতে চান তাপসী মণ্ডল।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয় ‘উৎকর্ষকেন্দ্র’ তকমা না পাওয়ার জন্য দায়ী রাজ্য, দাবি সুকান্তর
আর তাই তাপসী মণ্ডলকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার তিনদিনের মধ্যে নিয়ে আসা হল নয়া পদে। বিশেষ দায়িত্ব দিয়ে। পশ্চিমবঙ্গের ওমেন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপার্সন হলেন তাপসী মণ্ডল। গত ১০ মার্চ হলদিয়ার বিধায়ক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। আর ওই নির্বাচনে তাপসী মণ্ডলকে হলদিয়া থেকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস। তাই এখন থেকে তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর। তাপসী মণ্ডলকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসার পিছনে কারিগর তিনজন। এক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই, কুণাল ঘোষ এবং তিন, রাজীব বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।
এছাড়া রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের চেয়ারপার্সন পদে নিয়োগ করা হয়েছে তাপসী মণ্ডলকে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেছিলেন, ‘প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো এবং সবদিক থেকেই বেকার যুবক–যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি, সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে সামিল হলাম।’ এবার হলদিয়ায় আরও কাজ করতে শুরু করবেন বলে জানিয়েছেন, তাপসী মণ্ডল।