কলকাতার দক্ষিণ শহরতলি গরফায় ফ্ল্যাটে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় তরুণীর সহবাসসঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। কী ভাবে তরুণীর মৃত্যু হল জানতে তদন্ত শুরু করেছে গরফা থানার পুলিশ।
জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের ওই তরুণী গরফায় একটি ফ্ল্যাটে সহবাসসঙ্গীর সঙ্গে থাকতেন। শুক্রবার ঘর থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। অর্ধনগ্ন অবস্থায় ছিলেন তিনি। তরুণীর সহবাসসঙ্গীর দাবি, বৃহস্পতিবার তাঁদের ফ্ল্যাটে পার্টি ছিল। পার্টি চলাকালীন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন তরুণী। শুক্রবার সকালে তরুণীকে ফ্ল্যাটে রেখে মায়ের কাছে গিয়েছিলেন ওই যুবক। ফিরে ঘরে ঢুকে তিনি দেখেন বান্ধবী ঘুমাচ্ছেন। তখন আর তাঁকে ডাকেননি তিনি।
কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করেন যুবক। তখনও সাড়া না দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। ফোন করেন তরুণীর পরিবারকে। এর পর ১০০ নম্বরে ডায়াল করে পুলিশকে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অর্ধনগ্ন অবস্থায় সংজ্ঞাহীন হয়ে তরুণীকে বিছানায় পড়ে থাকতে দেখেন পুলিশ আধিকারিকরা। এর পর তরুণীকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
যুবতীর মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় যুবতীর সহবাসসঙ্গীকে আটক করেছে পুলিশ। খুন, আত্মহত্যা না মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু, জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।