বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Hanskhali Rape: হাঁসখালিকাণ্ডে ৫ মহিলা সদস্যের কমিটি BJP-র, হাথরাসের সময় কোথায় ছিল, প্রশ্ন TMC-র

Hanskhali Rape: হাঁসখালিকাণ্ডে ৫ মহিলা সদস্যের কমিটি BJP-র, হাথরাসের সময় কোথায় ছিল, প্রশ্ন TMC-র

হাঁসখালিকাণ্ডে পাঁচ মহিলা সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গড়ল বিজেপি। 

হাঁসখালিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সেই কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা।

হাঁসখালিকাণ্ডে পাঁচ মহিলা সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গড়ল বিজেপি। সেই কমিটিতে উত্তরপ্রদেশের দুই বিজেপি নেত্রীও আছেন। হাঁসখালিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সেই কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। যদিও তৃণমূল কংগ্রেসের পালটা প্রশ্ন, উন্নাও, হাথরাসের সময় এরকম কমিটি কোথায় ছিল?

বুধবার সকালে নড্ডা জানান, হাঁসখালিতে ১৪ বছরের মেয়েকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের দল গঠন করা হচ্ছে। উত্তরপ্রদেশের সাংসদ তথা জাতীয় সহ-সভাপতি রেখা বর্মা, উত্তরপ্রদেশের মন্ত্রী বেবি রানি মৌর্য, তামিলনাড়ুর বিধায়ক তথা বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি বনথি শ্রীনিবাসন, বিজেপির জাতীয় সংসদীয় কমিটির আমন্ত্রিত সদস্য খুশবু সুন্দর এবং পশ্চিমবঙ্গের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সূত্রের খবর, বগটুইকাণ্ডে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট পাঠিয়েছিল বিজেপির কমিটি, এবারও সেরকম হতে পারে।

বিজেপির সেই কমিটি নিয়ে তোপ দেগেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, হাঁসখালিকাণ্ড নিয়ে কুরুচিকর, ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোনও রাজনৈতিক রং না দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্ত করলে বিজেপির তথ্য অনুসন্ধান কমিটির কী প্রয়োজন আছে? সিবিআই তদন্তকে প্রভাবিত করার জন্য কমিটি গঠন করেছে বিজেপি। একটি অরাজনৈতিক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির। যে দলের রেকর্ডে আছে, শুধুমাত্র নির্যাতিতাকে হত্যা নয়, তাঁর পরিবারের সদস্যদেরও হত্যা করা, তারা কমিটি পাঠাচ্ছে। উন্নাও, হাথরাসে কোথায় ছিল বিজেপির কমিটি?

বন্ধ করুন