বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হরিদেবপুরে প্রোমোটারের বিরুদ্ধে মহিলাকে খুনের অভিযোগ, বিক্ষোভের মুখে পুলিশ

হরিদেবপুরে প্রোমোটারের বিরুদ্ধে মহিলাকে খুনের অভিযোগ, বিক্ষোভের মুখে পুলিশ

প্রতীকি ছবি

নিহতের পরিবারের দাবি, ছোট্ট এক টুকরো জমিতে বাড়ি ও দোকানঘর ছিল লক্ষ্মীদেবীর। সেখানে প্রোমোটারি করার জন্য তাঁর ওপরে চাপ দিচ্ছিল সমীর চক্রবর্তী ও তাঁর দলবল।

কলকাতা লাগোয়া হরিদেবপুর বাড়ি থেকে ঢল ছোড়া দূরত্বে মহিলার দেহ উদ্ধারকেকেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ প্রোমোটিংয়ের জন্য জমি হাতাতে অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে লক্ষ্মী সাউ (৪৪) নামে ওই মহিলাকে। এই ঘটনায় ৩ প্রোমেটারকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের মেয়ের দাবি, আগে অভিযোগ জানালেও তৎপর হয়নি পুলিশ।

নিহতের মেয়ে জানিয়েছেন, সোমবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন হরিদেবপুর পূর্বপাড়ার বাসিন্দা তাঁর মা লক্ষ্মী সাউ। দীর্ঘক্ষণ না ফেরায় তাঁকে খুঁজতে বেরোন তিনি। তখন দেখেন বাড়ির কাছেই সমীর চক্রবর্তী নামে এক প্রোমোটারের বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, অ্যাসিড খাওয়ার ফলে মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে তারা। এর পর গ্রেফতার করে ৩ অভিযুক্তকে।

নিহতের পরিবারের দাবি, ছোট্ট এক টুকরো জমিতে বাড়ি ও দোকানঘর ছিল লক্ষ্মীদেবীর। সেখানে প্রোমোটারি করার জন্য তাঁর ওপরে চাপ দিচ্ছিল সমীর চক্রবর্তী ও তাঁর দলবল। এমনকী তাদের করা অভিযোগের জেরে ২ বার গ্রেফতারও হন লক্মীদেবী। পালটা সমীরবাবুদের বিরুদ্ধে হুমকি ও জমি দখলের চেষ্টার অভযোগ করেন। অভিযোগ, তার পরও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

সোমবার দুপুরে ঘটনার তদন্ত করতে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের দাবি, পুলিশ তৎপর হয়ে অভিযুক্তদের গ্রেফতার করলে লক্ষ্মী দেবী হয় তো খুন হতেন না।

নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তিনি নিজে অ্যাসিড খেয়েছেন না কেউ খাইয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

বাংলার মুখ খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.