মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নেওয়ার কথা ছিল মেয়েটার। কিন্তু উঠতে দেরি করছিল মাধ্যমিক পরীক্ষার্থী মৌমিতা ভৌমিক (১৬)। দরজা খুলে পরিবারের সদস্যরা দেখেন, সিলং ফ্যান থেকে ফাঁস দিয়ে ঝুলছেন তিনি। বৃহস্পতিবার সকালে নদিয়ার নগরউখড়ার ঘটনা। মৃত্যুর কারণ খুঁজছে পরিবার থেকে পুলিশ।
নগরউখড়ার সল্টলেক পাড়ার বাসিন্দা মৌমিতার আজ মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। জাগুলিয়া রাজলক্ষ্মী বিদ্যালয়ের এই ছাত্রী বুধবার রাতে পড়া ঝালিয়ে অন্যদিনের মতো খেয়ে দেয়ে শুয়ে পড়ে। সকালে উঠে তার তৈরি হয়ে নেওয়ার কথা ছিল তার। কিন্তু নির্দিষ্ট সময়ে ঘুম থেকে না ওঠায় তাঁর ঘরে ঢোকেন মা। দেখেন, সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মৌমিতা।
মায়ের আর্তচিৎকারে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা। মৌমিতাকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় হরিণঘাটা থানার পুলিশ। দেহ উদ্ধার করে কল্যাণী JNM হাসপাতালে পাঠায় তারা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রস্তুতি ভালো না হওয়ায় পরীক্ষা নিয়ে কিছুটা ভয়ে ছিল মৌমিতা। তাকে আশ্বস্ত করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সে যে চরম পদক্ষেপ করে বসবে তা অনুমান করতে পারেননি কেউ।