বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তুই ল্যাপটপ চুরি করেছিস ? 'শাসিয়েছিলেন' শিক্ষক, সকালে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

তুই ল্যাপটপ চুরি করেছিস ? 'শাসিয়েছিলেন' শিক্ষক, সকালে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

নিলয় বসু, মৃত ছাত্র (নিজস্ব চিত্র )

রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের কসবা এলাকার ঘটনা। মৃত ছাত্রের নাম নিলয় বসু।

ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছিল ১৭ বছর বয়সী এক ছাত্রের বিরুদ্ধে। সেই ছাত্রেরই ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের কসবা এলাকার ঘটনা। মৃত ছাত্রের নাম নিলয় বসু। এদিকে গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, কসবা এলাকার বাসিন্দা এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক অলোক রায়ের বাড়িতে কৌশিক ঘোষ নামে একজন শিক্ষক ভাড়া থাকতেন। এদিকে ওই শিক্ষকের একটি ল্যাপটপ চুরি যায়। এই ঘটনায় নিলয় বসুর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। পুলিশ এনিয়ে নিলয়ের সঙ্গেও কথা বলেন। তবে পরিবারের দাবি পুলিশ চলে যাওয়ার পরেই ওই শিক্ষক ও অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নিলয়কে ডেকে নিয়ে যায়। 

এরপর রাতে আর বাড়ি ফেরেনি নিলয়। মঙ্গলবার সকালে স্থানীয় একটি বিলের ধারে গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। এদিকে ঘটনার পর থেকেই ওই শিক্ষক ও অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক গা ঢাকা দিয়েছেন। নিলয়ের বাবার দাবি, 'নিলয়কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওদের বাড়িতে মাঝেমধ্যেই যেত নিলয়। কিন্তু ল্যাপটপ চুরি নিয়ে ছেলেকে হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ বাড়িতে তল্লাশি চালিয়েছিল। কিন্তু কিছু পায়নি। যারা ডেকে নিয়ে গিয়েছিল তারাই খুন করেছে।' ওই অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের স্ত্রীর দাবি, ‘সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওই ছাত্রটি ল্যাপটপ নিয়ে বিক্রি করতে গিয়েছিল। তখনই বিষয়টি জানাজানি হয়।’

 

বন্ধ করুন