বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বেকারির জিনিসের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে হকারদের মারধর, মালিকের বিরুদ্ধে অভিযোগ

বেকারির জিনিসের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে হকারদের মারধর, মালিকের বিরুদ্ধে অভিযোগ

হকারদের মারধরের অভিযোগ বেকারি মালিকের বিরুদ্ধে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

হকারদের অভিযোগ, আগে পাউরুটির দাম ছিল ৬ টাকা। হঠাৎ করে তা বাড়িয়ে ৮ টাকা করে দেওয়ার ফলে সমস্যায় পড়েছেন তারা।

বেকারির জিনিসের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে মারধর করা হল হকারদের। এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। এই ঘটনায় পাউরুটি, বিস্কুট প্রস্তুতকারক ওই বেকারির মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন হকাররা। ঘটনায় তিনজন হকারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

হকারদের অভিযোগ, আগে পাউরুটির দাম ছিল ৬ টাকা। হঠাৎ করে তা বাড়িয়ে ৮ টাকা করে দেওয়ার ফলে সমস্যায় পড়েছেন তারা। তাদের অভিযোগ, এনিয়ে বেকারির কারখানার মালিককে বলতে গেলে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন মালিক। পরে তিনি তাদের মারধর করেন। হকারদের বক্তব্য, যেভাবে জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে তার ফলে হকারদেরও দাম বাড়াতে হবে। না হলে এই আয়ে তাদের পেট চলবে না। এক ডজন রুটি তৈরি করে কোম্পানি প্রচুর লাভ করছে অথচ তাদের কিছু বলতে গেলেই হকারদের মারধর করা হচ্ছে। তারা বলছে নাকি হকারের কোনও দরকার নেই কোম্পানি না পোষালে ছেড়ে দাও। এখন তারা চাইছেন পুলিশই এর ব্যবস্থা নিক।

যদিও মারধরের কথা অস্বীকার করেছেন বেকারির মালিক শেখ আখতার। তার বক্তব্য, ‘চারদিকে জিনিসের দাম বেড়েছে। প্রতি পিসে এক টাকা করে আমরা যদি লাভ না রাখি তাহলে আমাদের সংসার কি করে চলবে। আমরা চাইছি সরকার বেকারি সমস্যার সমাধান করুক। তবে অবশ্যই সেটা কোনও রাজনৈতিক দলের তরফে নয়। আমরা হকারদের এর আগে অনেকবার বলেছি যে দাম বাড়ানো ছাড়া উপায় নেই। তারপরেও ওরা মানতে চাইছে না।’ মারধরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একজন হকার খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছিল শুধুমাত্র তাকেই মারধর করা হয়েছিল। তবে তিন জনকে মারধরের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।

বন্ধ করুন