আজ নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হল উত্তর-পশ্... more
আজ নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তটি ২০ সেপ্টেম্বর গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরে দুর্গাপুজোর আগে ফের একবার বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। একনজরে দেখে নিন কোথায়, কবে পর্যন্ত বৃষ্টি হবে?
1/5একটি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। (HT_PRINT)
2/5আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
3/5এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মঙ্গলবার বা বুধবার এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ সৃষ্টি হলে বাংলা-ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (HT_PRINT)
4/5বুধবার নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের আগামী ২১ তারিখ থেকে সমুদ্র যেতে বারণ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (HT_PRINT)
5/5রবিবার কলকাতায় দিনের আকাশ আংশিক মেঘলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী পাঁচদিন কলকাতায় মেঘলা আকাশ এবং দু-এক পশলা বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের উপর থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২.৯ মিলিমিটার বৃষ্টিপাত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)