বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Heavy Rain Prediction Bengal: আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ৫ জেলায়, আগামী সপ্তাহে ভাসতে চলেছে দক্ষিণ
Heavy Rain Prediction Bengal: আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ৫ জেলায়, আগামী সপ্তাহে ভাসতে চলেছে দক্ষিণ
বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষ... more
বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বর্তমানে একটি নিম্নচা অবস্থান করছে উত্তরপ্রদেশের উপর। এদিকে এরই মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী সপ্তাহে।
1/5হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। মঙ্গলবারের মধ্যে সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। এর আগে বিশ্বকর্মা পুজোয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
2/5আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/5এদিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। তাছাড়া মৌসুমী অক্ষরেখা পটনা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। এর জেরে আগমী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে সম্ভাব্য নিম্নচাপটি। উপকূলের দিকে এটি যত এগোবে, ততই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
4/5উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থানরত নিম্নচাপটি ক্রমেই উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা থকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকবে। এর আগে শুক্রবার কলকাতায় ১৬.৪ মিমি বৃষ্টি হয়েছে। শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)