উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কারণ পার্বত্য এলাকা–সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে। আজ, রবিবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতির পাশাপাশি মালদায় গরম ও অস্বস্তি রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে গরম আছে। পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা আছে। তবে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে পাহাড়ে নাগাড়ে বৃষ্টির জেরে তিস্তার জল বেড়ে গিয়েছে। তার জেরে রংপোতে তিনজন ব্যক্তির আটকে পড়ার খবর মিলেছে। শনিবার রাত ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটে। তবে তিনজনকেই উদ্ধার করা হয়েছে। মিরিকে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিপাত হয়। সমতলেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আজ, রবিবার শিলিগুড়ি–সহ পাহাড়ি এলাকায় তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মিরিক এবং পাহাড়ের নানা অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছে। জলঢাকায় প্রায় ১৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ে এই প্রবল বৃষ্টিপাতের জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে গিয়েছে। তাই বিপত্তি ঘটে রংপোতে। শনিবার রাতে নদীতে আটকে পড়েন তিনজন। তাঁদের উদ্ধার করে কালিম্পং জেলার রংপোর র্যাফটিং টিম, দমকল, সিভিল ডিফেন্স এবং পুলিশ। আবার লোকসভা নির্বাচনের মরশুমে হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়ার সর্তকতা জারি রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
আরও পড়ুন: ‘পাকিস্তানের হাতে আগে বোমা থাকত, এখন ভিক্ষার বাটি’, ভোট টানতে নয়া তথ্য মোদীর
অন্যদিকে আজ, রবিবার দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ঢুকবে ভারতের দ্বীপপুঞ্জ এলাকায়। আগাম বর্ষা আসবে আন্দামানে। জুন মাসের প্রথম সপ্তাহের শেষদিকে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বাংলায় বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগেই। এমনই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের মৌসম ভবন। কিন্তু শনিবার রাত থেকে স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের চিৎকারের শব্দ শোনা যায়। তখনই তাঁরা আলো ফেলে খোঁজার চেষ্টা করেন। পরে দেখা যায়, নদীর মাঝে চর এলাকায় তিনজন আটকে আছেন। তখন তাঁদের উদ্ধারের জন্য খবর দেওয়া হয় দমকল, সিভিল ডিফেন্স এবং পুলিশকে। তাঁরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা ছিলেন বলে খবর।
এছাড়া বৃষ্টির জন্য যেখান দিয়ে এখন তিস্তা বইছে সেখানের জল অনেকটা বেড়ে গিয়েছে। জলস্তর বেড়ে যাওয়ায় আশেপাশের বাসিন্দারাও আতঙ্কের মধ্যে আছেন। পাহাড়ের বেশকিছু এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিপাত চলছে রবিবারও। দার্জিলিং, কালিম্পং ছাড়াও শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা আছে।