বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাংলাজুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, জেলাশাসকদের ছুটি বাতিল, জরুরি বৈঠক নবান্নে

বাংলাজুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, জেলাশাসকদের ছুটি বাতিল, জরুরি বৈঠক নবান্নে

বানভাসী পরিস্থিতি।

বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে গিয়েছে। ময়ূরাক্ষী নদীর উপর সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। প্লাবনের আশঙ্কা রয়েছে। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়গ্রামের সুবর্ণরেখার নদীর জলস্তর বেড়ে গিয়েছে। কন্ট্রোল রুম চালু করতে নির্দেশ দিয়েছে নবান্ন।

নাগাড়ে তিনদিন ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কলকাতা–সহ জেলাজুড়ে লাগাতার বৃষ্টি চলছে। তার জেরে একাধিক জেলায় পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। এই আবহে জেলাশাসকদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন মুখ্যসচিব। সতর্ক থাকার পাশাপাশি এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। আজ, শনিবার দুপুরে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্যসচিব। আজ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যাচ্ছে, কলকাতা বিমানবন্দর জলমগ্ন। বিমান পার্কিং যেখানে করা হয় সেখানে জল জমে আছে। এই আবহে জল ছাড়তে শুরু করল ডিভিসি কর্তৃপক্ষ। ৪৮ হাজার কিউসেক জল ইতিমধ্যেই ছেড়েছে ডিভিসি।

এদিকে মাইথন জলাধার থেকে ১২ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বৃষ্টির মাত্রা বাড়লে ডিভিসি কর্তৃপক্ষ আরও জল ছাড়বে বলে বিশেষ সূত্রে খবর। তার মধ্যে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী সহ প্রত্যেক জেলায় একাধিক নদীর জলস্তর ফুঁসতে শুরু করেছে। যার জেরে দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হুগলি এবং বর্ধমানের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আজও দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায়। আগামী চার দিনে উত্তরবঙ্গেও মুষলধারায় বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।

অন্যদিকে এই বানভাসী পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলাগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জলমগ্ন এলাকায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। মালদায় বৃষ্টিতে কোথাও হাঁটু, কোথাও প্রায় কোমর সমান জল। বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দি মানুষ। জলে ডুবে গিয়েছে এলাকার রাস্তাঘাট। এই ছবি মালদার হবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সিনগর, বিবেকানন্দপল্লী, ভরপাড়া–সহ অন্যান্য এলাকায়। চরম দুর্ভোগকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মানুষজনের বাজারহাট, চিকিৎসা, স্কুল, কলেজ যাতায়াত সবই বন্ধ। তা না হলে করতে হচ্ছে জল ভেঙে। এমনকী পানীয় জলের কল পর্যন্ত জলের তলায়। তাই খাবার জল সংগ্রহ করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে।

আরও পড়ুন:‌ প্রত্যেকদিন আবাসনগুলিতে পৌঁছে যাচ্ছে চিঠি, ডেঙ্গি ঠেকাতে কলকাতা পুরসভার উদ্যোগ

এছাড়া টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে। ঘাটালের এসডিও সুমন বিশ্বাস আজ এলাকা পরিদর্শন করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‌আমরা প্রত্যেকদিন জলের ওয়াটার লেভেল পাই। এখনও পর্যন্ত বিপদ সীমার নিচে জল বইছে। নদীর উপর বাঁশের সাঁকোগুলি ভেঙে গিয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।’‌ নাগাড়ে বৃষ্টিতে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে গিয়েছে। ময়ূরাক্ষী নদীর উপর সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। তাতে প্লাবনের আশঙ্কা রয়েছে। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়গ্রামের সুবর্ণরেখার নদীর জলস্তর বেড়ে গিয়েছে। তার জেরে সাঁকরাইল ও নয়াগ্রাম যাতায়াতের ফেয়ার ওয়েদার সেতু ভেসে গিয়েছে। কন্ট্রোল রুম চালু করতে নির্দেশ দিয়েছে নবান্ন। বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ত্রাণ সামগ্রী ও অন্যান্য জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

বাংলার মুখ খবর

Latest News

কোহলির মত কি এবার অধিনায়কত্ব ছাড়বেন বাবর? পাক প্রাক্তনীর বক্তব্যে উঠছে প্রশ্ন আয়ুষ্মান ভারত চালু হচ্ছে পড়শি রাজ্যেও, বিরোধিতা এখন শুধু বাংলা ও দিল্লির বাংলায় ঝড় তুলেছে 'আর কবে?', তখন লন্ডনে এড শিরানের সঙ্গে ম্যাজিক্যাল অরিজিৎ সিং শামি হয়ে গেলেন শামিত! নাম ও তথ্য বিভ্রাট CAB-র অনুষ্ঠানে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ফাঁস গম্ভীর-রোহিতের টপ সিক্রেট! ব্যাটিংয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছি, বুমরাহর সঙ্গে ইনস্টাগ্রামে মজা সূর্যর নায়েব-ই হলেন হরিয়ানায় বিজেপি-র CM মুখ, ভিজের দাবি খারিজ করে বললেন প্রধান কুণাল-দেবাংশুর যৌথ আক্রমণ টলি অভিনেত্রীকে! একজন বানাল বৌমা, অন্য জন ‘দজ্জাল’ অপেক্ষা আর কয়েক ঘণ্টা, বদলে যাবে আবহাওয়া, থামবে নাগাড়ে বৃষ্টি, আকাশ ভরবে তারায় সোমবার বিকেলে কালীঘাটে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান, চিঠি মুখ্যসচিবের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.