আজ, সোমবার সাতসকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। ডাম্পারের ধাক্কায় নয়ানজুলিতে উলটে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। গুরুতর আহত হন বহু যাত্রী। ৬০ জন যাত্রী নিয়ে বাসটি গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল। আজ সকাল ৭টা নাগাদ দাসপুরের চাঁদপুরে ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা ডাম্পার বাসটিকে ধাক্কা মারলে নয়ানজুলিতে পড়ে যায়। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। ডাম্পার আটক করা গেলেও চালক পলাতক। পথ দুর্ঘটনা দেখেই স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন উদ্ধার করতে। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
স্থানীয় সূত্রে খবর, রাজ্য সড়কে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ডাম্পারের। তার জেরে উল্টে যায় যাত্রীবাহী বাস। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে হাওড়া আসছিল বাসটি। যাত্রীদের মধ্যে স্কুলের শিক্ষক–শিক্ষিকারাও ছিলেন। একটি পেট্রোল পাম্পের কাছে ডাম্পারের ধাক্কায় উল্টে যায় বাসটি। আহত যাত্রীদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই লরির চালক পালিয়ে গিয়েছে।
কেন এমন পথ দুর্ঘটনা ঘটল? সেটা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ডাম্পারের নম্বর নিয়ে মালিককে খোঁজ করা হচ্ছে। আসলে ডাম্পারের গতি বেশি থাকায় এই ধাক্কা লেগেছে বলে মনে করছে পুলিশ অফিসাররা। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর আসেনি। এই দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারত বলে মনে করা হচ্ছে। বাসের অবস্থাও ভাল নয়।
এই দুর্ঘটনা নিয়ে বাসের চালক গোপাল সামন্ত বলেন, ‘আমি বাস চালাচ্ছিলাম। পেট্রল পাম্প থেকে উঠে ডাম্পার সামনে এসে সরাসরি ধাক্কা মারে। আমার হাতে লেগেছে। বাসে ৬০ জন ছিল। গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল বাসটি।’ এই দুর্ঘটনায় জখম এক শিক্ষিকার অভিযোগ, ‘রাফ ড্রাইভিংয়ের জন্যই এই পথ দুর্ঘটনা। খুব জোরে বাস চলছিল। ডাম্পার এসে ধাক্কা মারে। পুরো বাস উল্টে পড়ে যায়। আমি ঘাটাল থেকে উঠেছিলাম। স্কুল যাচ্ছিলাম।’ স্থানীয় বাসিন্দা রাজু মাইতি বলেন, ‘আমি পেট্রল পাম্পে তেল নিতে এসেছিলাম। তেল ভরে লরিটি বেরোনোর পরই জোরে আওয়াজ হয়। দেখি বাস উল্টে গিয়েছে লরির ধাক্কায়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup