আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই পশ্চিমবঙ্গের হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। দুপুর দুটোয় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। ৩০ মিনিট পর থেকে অনলাইনে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। প্রতিবারের মতো এবারও www.wbbme.org এবং www.wbresults.nic.in থেকে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। দুপুর ২ টো ৩০ মিনিট থেকে ওই দুটি ওয়েবসাইট থেকে রোল নম্বর দিয়ে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল দেখা যাবে।
কবে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে?
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আয়োজিত মাধ্যমিক পরীক্ষার মতো হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ক্ষেত্রেও পড়ুয়ারা দিনের দিনই মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আয়োজিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দিনের দিন মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে না। দু'দিন পরে মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করবে সংসদ। মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে অবশ্য জানানো হয়েছে যে শুক্রবারই হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে।
কীভাবে ওয়েবসাইটে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখতে হবে?
১) অনলাইনে দুটি ওয়েবসাইট www.wbbme.org এবং www.wbresults.nic.in থেকে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। তাই যে কোনও ওয়েবসাইটে যেতে হবে পড়ুয়াদের।
২) ‘www.wbbme.org’-তে গেলে হোমপেজে ‘RESULT 2024’ দেখতে পাবে পড়ুয়ারা। সেখানে ক্লিক করলে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখার পেজে পৌঁছে যাবে। আর www.wbresults.nic.in ওয়েবসাইটের ক্ষেত্রে পড়ুয়ারা হোমপেজে ‘Result of High madrasah, Alim and Fazil Examination-2024’ দেখতে পাবে। তাতে ক্লিক করতে হবে।
৩) ‘www.wbbme.org’-র ক্ষেত্রে তিনটি লিঙ্ক থাকবে। 'Alim', 'High Madrasah' এবং 'Fazil'। যে পড়ুয়া যে পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষার লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর রোল নম্বর দিয়ে নিজের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। অন্যদিকে, যে পরীক্ষার্থীরা www.wbresults.nic.in ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে চায়, তারা রোল নম্বর এবং ক্যাপচা দিয়ে নিজের রেজাল্ট দেখতে পারবে।