বেশ কয়েক মাস আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তবে সেই কাজে গতি না থাকায় নির্মাতা সংস্থার দিকেই আঙুল উঠেছে। এই পরিস্থিতিতে সড়কের পাশ দিয়ে যাওয়া হাইটেনশন বিদ্যুতের তার সরিয়ে নেওয়ার কাজ শুরু করল রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম। এর ফলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজে গতি কিছুটা বাড়বে বলে মনে করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের কাজ ধীরগতিতে চলার অভিযোগ উঠলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক কর্তা জানান, ডানকুনির মাইতি পাড়া থেকে এফসিআই হয়ে একটি কারখানা পর্যন্ত দ্রুত গতিতেই সম্প্রসারণের কাজ চলছে। তিনটি ঠিকাদার সংস্থা একসঙ্গে কাজ করছে। ফলে কাজের ক্ষেত্রে সমস্যা হবে না বলেই তিনি দাবি করেছেন।
যদিও কাজের ধীর গতি নিয়ে বারবারই প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। অনেক ব্যবসায়ী রাস্তার দু'পাশে অস্থায়ী দোকান করে ব্যবসা করছিলেন। কিন্তু, রাস্তা সম্প্রসারণের জন্য তাদের দোকান সরিয়ে নিতে বলা হয়। সে মতো তারা দোকান সরিয়ে নেয়। কিন্তু এখনও পর্যন্ত রাস্তা সম্প্রসারণ না হওয়ায় তারা সমস্যায় পড়েছেন। তাদের অভিযোগ, তারা সরে যাওয়ার পরেও সম্প্রসারণের কাজে প্রতি আসেনি।
যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তবে সম্প্রসারণে গতি আনার জন্য রাজ্য বিদ্যুৎ নিগমকে হাইটেনশন তার সরানোর জন্য অনুরোধ করা হয়েছিল। এর জন্য অর্থ বরাদ্দ করা হয়। অবশেষে সেই কাজ শুরু হয় এবার রাস্তা সম্প্রসারণের কাজেও গতি আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ। পূর্ত দফতরের এক আধিকারি জানিয়েছেন, বিদ্যুৎ সরানোর কাজ চলছে তা দ্রুত সম্পন্ন হবে।