বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দার্জিলিংয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে?

দার্জিলিংয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে?

অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (ছবি সৌজন্যে এএনআই) (HT_PRINT)

এই বৈঠক হবে কিনা তা এখনও কোনও নিশ্চিত ঘোষণা হয়নি। তবে একটি বিশেষ উদ্দেশেই দার্জিলিংয়ে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী। রাজ্যপাল জগদীপ ধনখড় যেদিন পাহাড়ে এলেন সেদিনই এলেন অসমের মুখ্যমন্ত্রী। সুতরাং এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পাহাড় সফরে রয়েছেন। আর আজ, বুধবার মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন নেপালি কবি ভানু ভক্তের জন্মদিবস অনুষ্ঠানে। আজই সেখানে পৌঁছেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার পরই কাকতালীয়ভাবে দার্জিলিংয়ে হাজির হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর মুহূর্তে শৈলশহর রাজনৈতিকভাবে জমজমাট হয়ে উঠল।

কেন অসমের মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে এলেন?‌ সূত্রের খবর, হিমন্তের এই শফর নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। তবে আজ, বুধবার বিকেলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বলতে পারেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হতে পারে। এনডিএ প্রার্থী এই নির্বাচনে এগিয়ে আছে বলে দাবি করা হলেও ক্রস ভোটিংয়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ মহারাষ্ট্রে যেভাবে কৌশলে সরকার দখল করেছে বিজেপি তাতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একনাথ শিন্ডেরা গুয়াহাটির যে হোটেলে ছিলেন তার সাম্‌নে বিক্ষোভ দেখিয়ে ছিলেন অসম তৃণমূল কংগ্রেসের নেতা রিপন বোরা–সহ কর্মী–সমর্থকরা। তখন অসমে লক্ষ লক্ষ মানুষ বানভাসী হয়ে পড়েছিলেন। অথচ মানুষকে উদ্ধার না করে সরকার ভাঙার কাজে ব্যস্ত ছিলেন হিমন্ত বিশ্বশর্মা বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ।

তাহলে কি মমতা–হিমন্ত বৈঠক হচ্ছে?‌ এই বৈঠক হবে কিনা তা এখনও কোনও নিশ্চিত ঘোষণা হয়নি। তবে একটি বিশেষ উদ্দেশেই দার্জিলিংয়ে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী। রাজ্যপাল জগদীপ ধনখড় যেদিন পাহাড়ে এলেন সেদিনই এলেন অসমের মুখ্যমন্ত্রী। সুতরাং এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বন্ধ করুন