মুসলিমদের সুরক্ষায় মালদা, মুর্শিদাবাদে হিন্দুদের থাকতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন বলে দাবি করে তার তীব্র প্রতিবাদ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার লালবাগে মুর্শিদাবাদ স্টেশন লাগোয়া রেলের ময়দানে সভায় শুভেন্দুবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। আপনি সবার মুখ্যমন্ত্রী হলে আপনি ইমাম সাহেবের সঙ্গে আমাদের মোহন্ত, মহারাজ, পুরহিতদেরও ডাকতেন।
শুভেন্দুবাবু বলেন, ‘আপনি সরকারি সভায় আড়াই হাজার টাকা বেতন দেওয়া ইমামকে দেখিয়ে বলছেন, আপনি সামলেছেন, আপনার বক্তৃতা আমি শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। আপনি সবার মুখ্যমন্ত্রী হলে আপনি ইমাম সাহেবের সঙ্গে আমাদের মোহন্ত, মহারাজ, পুরহিতদেরও ডাকতেন। বৌদ্ধদেরও ডাকতেন। অন্য ধর্মে যারা ধর্মপ্রচারক তাদেরও ডাকতেন। আপনি ভোটব্যাঙ্কের রাজনীতি করেন। আপনি তোষণের রাজনীতি করেন।’
তিনি আরও বলেন, ‘ভরতপুরের বিধায়ক, যিনি বলেছেন, আমরা ৭০ আর ওরা ৩০ আমাদের এখুনি কেটে ভাগিরথীতে ভাসাবেন তাকে আপনি মঞ্চে বাড়তি সম্মান দিয়ে তার ওই বক্তব্যকে সমর্থন করে গেছেন।’
এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, ‘সারাক্ষণ হিন্দু - মুসলমান করে গিয়েছেন। উনি বলে গিয়েছেন মালদা ও মুর্শিবাদে সংখ্যালঘু হিন্দুদের দেখভাল করে রাখার দায়িত্ব এই ২ জেলায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদাস মুসলিমদের। হিন্দুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী মুসলমানদের হাতে দিয়ে গিয়েছেন। আপনি মেনে নেবেন? এটা মুখ্যমন্ত্রীর ভাষা হওয়া উচিত? তাহলে পুলিশ কীসের জন্য? সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি শুধু ১৪ বছরের মুখ্যমন্ত্রী নন, ১৪ বছরের পুলিশমন্ত্রী। মুসলিমদের সুরক্ষায় হিন্দুদের থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার প্রতিবাদে গর্জে উঠুন।’