আসন্ন রাম নবমীতে পানশালা ও মদের দোকান বন্ধ রাখার দাবিতে পথে নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনটি এদিন শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র প্রধান পোস্ট অফিসের সামনে থেকে মিছিল করে শিলিগুড়ির আবগারি দফতরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রাম নবমীর দিন আগামী ৬ এপ্রিল মদের দোকান ও পানশালা বন্ধ রাখতে হবে বলে স্লোগান তোলে তারা।
সংগঠনের উত্তরবঙ্গের শাখার সভাপতি বিক্রমাদিত্যের নেতৃত্বে সংগঠনের সদস্যরা মিছিলে ফ্ল্যাগ ও ফেস্টুন হাতে নিয়ে জয় শ্রী রাম ধ্বনি তোলে। এরপর তারা আবগারি দপ্তরের আধিকারিকের কাছে তাদের দাবি পত্র তুলে ধরেন।
বিক্রমাদিত্য বলেন, রাম নবমী উৎসবের পবিত্রতা বজায় রাখতে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তাঁর দাবি, রামনবমীর দিন সন্নিহিত এলাকায় মদের দোকান ও পানশালা বন্ধ রাখা হলে উৎসবের শুদ্ধতা বজায় থাকবে এবং হিন্দু ধর্মীয় অনুষ্ঠানটি আরো এক গৌরবময়ভাবে উদযাপন করা সম্ভব হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে আবগারি দপ্তরের সামনে আগে থেকেই মোতায়েন ছিল শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী।
বলে রাখি, আসন্ন রাম নবমী উজ্জাপন উপলক্ষ্যে রাজ্যজুড়ে ব্যাপক আয়োজন শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। রাম নবমীতে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুতি শুরু করেছে পুলিশও। এরই মধ্যে রাম নবমীর মিছিলের অনুমতি দিতে পুলিশ শর্ত আরোপ করছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমস্ত হিন্দুকে নির্ভয়ে রাম নবমীর মিছিলে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি।