বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সত্যিই হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, জানিয়ে দিলেন হিরণ, থাকছেন বিজেপিতেই

সত্যিই হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, জানিয়ে দিলেন হিরণ, থাকছেন বিজেপিতেই

হিরণ চট্টোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

জল্পনা নয়, সত্যিই হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন।

জল্পনা নয়, সত্যিই হোয়্যাটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। কিন্তু তা বিজেপির প্রধান হোয়্যাটসঅ্যাপ গ্রুপ নয়। এমনটাই দাবি করলেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেইসঙ্গে জানিয়ে দিলেন, বিজেপি ছাড়ারও কোনও পরিকল্পনা নেই।

সম্প্রতি জল্পনা ছড়ায়, বিজেপি ছাড়তে পারেন হিরণ। কারণ তিনি নাকি ‘ওয়েস্ট বেঙ্গল বিজেপি এমপি-এমলএলএ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল বিজেপি এমপি-এমলএলএ সোশ্যাল মিডিয়া’ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। যিনি বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। খড়্গপুর সদর থেকে দাঁড়িয়েছিলেন বিজেপি টিকিট। সেখানে জিতেও যান।

বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে হিরণের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ফোন কেটে যায়। পরে তিনি জানান, একাধিক হোয়্যাটসঅ্যাপ গ্রুপে তিনি ছিলেন, যেগুলি কাজের ছিল না। সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। বিজেপির প্রধান হোয়্যাটসঅ্যাপ গ্রুপেও এখনও তিনি আছেন। সেইসঙ্গে বিজেপি-ত্যাগের জল্পনা উড়িয়ে দিয়ে হিরণ জানান, বিজেপি ছাড়ার কোনও পরিকল্পনা নেই।

হিরণের সহকর্মী তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষও একইসুরে জানিয়েছিলেন, হোয়্যাটসঅ্যাপে অসংখ্য গ্রুপ থাকে। তাতে লাগাতার মেসেজ, ভিডিয়ো, ছবি আসতে থাকে। সব গ্রুপ থেকে একই মেসেজ এলে এতগুলি গ্রুপ রাখার দরকার কী? তাহলে যে কেউ কোনও গ্রুপ ছেড়ে দিতেই পারে। এটা বিজেপির কোনও বৈধ গ্রুপ নয়। তথ্য সরবরাহের জন্য এরকম একাধিক গ্রুপ তৈরি করা হয়। সেই গ্রুপ কেউ ছাড়লেও দলত্যাগের প্রশ্ন ওঠে না। সঙ্গে রুদ্রনীল অভিযোগ করেন, মানুষের মনে ভয় তৈরি করার জন্য এরকম খবর ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।

বাংলার মুখ খবর

Latest News

ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.