বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Amit Shah-Suvendu Adhikari: ‘‌দিদির দাদাগিরির সামনে লড়াই করছেন আমাদের নেতা শুভেন্দু’‌, শাহের দরাজ শংসাপত্র

Amit Shah-Suvendu Adhikari: ‘‌দিদির দাদাগিরির সামনে লড়াই করছেন আমাদের নেতা শুভেন্দু’‌, শাহের দরাজ শংসাপত্র

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-শুভেন্দু অধিকারী (PTI)

সম্প্রতি নন্দীগ্রামে একটি পঞ্চায়েতের প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। আবার অন্যান্য বিরোধী দলকে নিয়ে মহাজোট করার তত্ত্ব সামনে এনেছেন। যা খারিজ করে দিয়েছেন বঙ্গ–বিজেপির নেতারা। বীরভূমে দাঁড়িয়ে খোদ অমিত শাহ এভাবে শুভেন্দুকে দরাজ শংসাপত্র দেওয়ায় চাপে পড়ে গেলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

ইজেডসিসি’‌র বৈঠকে যতই শুভেন্দু অধিকারীর তত্ত্ব বঙ্গ–বিজেপির নেতারা খারিজ করে দিন, বাংলার মাটিতে এসে অমিত শাহ সরাসরি বিরোধী দলনেতার প্রশংসাই করে গেলেন। সেখানে একবার হালকা করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম নিলেও এক আসনে বসাননি শাহ। আর তাতেই বঙ্গ–বিজেপির মধ্যে আড়াআড়ি বিভাজন তৈরি হল বলে মনে করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছেন শুভেন্দু বলে দরাজ প্রশংসা করলেন শাহ।

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে সুকান্ত–শুভেন্দুর অবদান আছে বলে জানান অমিত শাহ। কিন্তু তারপর আর সুকান্ত মজুমদারের নাম নিতে শোনা যায়নি তাঁকে। বরং শুভেন্দু অধিকারীকে ‘‌আমাদের নেতা’‌ বলে সম্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সিউড়ির মঞ্চ থেকেই শাহ দরাজ শংসাপত্র দিয়ে শুভেন্দু সম্পর্কে বলেন, ‘‌দিদির দাদাগিরির সামনে লড়াই করছেন। দিদির ভ্রষ্টাচারকে প্রকাশ্যে আনার কাজ করছেন। আর ভারতীয় জনতা পার্টি বাংলায় যে লড়াই করছে বলেই এখানকার এক গরু পাচারকারী নেতাকে জেলে যেতে হয়েছে। হামারে নেতা শুভেন্দু অধিকারীজি ইয়ে দিদিকে দাদাগিরিকে সামনে লড়নে কা কাম কর রহে হ্যায়। দিদিকে ভ্রষ্টাচারকো খুলা করনে কা কাম কর রহে হ্যায়।’‌

আর কী বললেন শুভেন্দু সম্পর্কে?‌ তৃণমূল কংগ্রেস ছেড়ে একুশের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তিনি। তবে সেটা নিয়ে বিতর্ক থাকায় মামলা চলছে। এদিন শুভেন্দুর ব্যাপক প্রশংসা করলেন শাহ। অথচ সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের নাম তেমন শোনা গেল না তাঁর মুখে। তাঁর কথায়, ‘চুরি, দুর্নীতি নিয়ে শুভেন্দু ধারাবাহিকভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। দিদির দাদাগিরির বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন বাংলার বিরোধী দলনেতা। তৃণমূল কংগ্রেসের চুরি, দুর্নীতিকে জনসমক্ষে বেআব্রু করে দিচ্ছেন।’‌

আর কী জানা যাচ্ছে?‌ সম্প্রতি নন্দীগ্রামে একটি পঞ্চায়েতের প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। আবার অন্যান্য বিরোধী দলকে নিয়ে মহাজোট করার তত্ত্ব সামনে এনেছেন। যা খারিজ করে দিয়েছেন বঙ্গ–বিজেপির নেতারা। সেখানে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এভাবে শুভেন্দুকে দরাজ শংসাপত্র দেওয়ায় চাপে পড়ে গেলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। শুভেন্দুর লড়াইকে যেভাবে তুলে ধরা হল তাতে বাকিদের মনে হতাশা নেমে এল বলে মনে করা হচ্ছে। আর বললেন, ‘‌বাংলার বিজেপির লড়াইয়ের জন্যই আজকে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি জেলের ভিতরে রয়েছেন।’‌

বন্ধ করুন