বিজেপি নেতার হোটেলে ধরা পড়ল মধুচক্রের আসর। বুধবার রাতে খড়গপুরের গোপালি এলাকায় বিমল দাস নামে এক বিজেপি নেতার হোটেলে হানা দেয় পুলিশ। সেখান থেকে ৩ মহিলাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে হোটেলের এক কর্মীকেও। বিজেপির দাবি, এটা চক্রান্ত।
পুলিশের দাবি বেশ কিছুদিন ধরে গোপালি এলাকার ডন রেস্টুরেন্ট কাম লজ নামে ওই হোটেলে মধুচত্র চলছে বলে খবর আসছিল। বুধবার রাতে তল্লাশিতে হোটেল থেকে ৩ জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ। সেখানে মধুচক্র চালানোর যাবতীয় সরঞ্জাম পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। মধুচক্র চালানোর অভিযোগে হোটেলের এক কর্মীকেও গ্রেফতার করেছে তারা। ধৃতদের বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছে তৃণমূল। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বেআইনি কাজ করছেন বিজেপি নেতা। পালটা বিজেপির জেলার নেতা তপন ভুঁইয়া বলেন, ‘ওই পঞ্চায়েতটা তৃণমূল অনেক দিন ধরে দখল করার মতলবে রয়েছে। পুলিশ দিয়ে পঞ্চায়েত প্রধানকে এসব কেসে ফাঁসিয়ে পঞ্চায়েতটা যেমন তেমন ভাবে দখল করতে চায় ওরা।’