এবার এক আলু ব্যবসায়ীকে সরাসরি পিটিয়ে খুন করার অভিযোগ উঠল হুগলি জেলার তারকেশ্বরে। আলু কিনে ওই ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। তখন পথে ঝামেলা হয় কজন যুবকের সঙ্গে। তারাই ওই আলু ব্যবসায়ীকে পিটিয়ে কুন করে বলে অভিযোগ। গতকাল রাতে তারকেশ্বর থানার পাঁচগেছিয়া এলাকায় পিটিয়ে খুনের ঘটনা ঘটে। তা নিয়া আজ, রবিবারও তুমুল উত্তেজনা রয়েছে ওই এলাকায়। পরিস্থিতি তপ্ত হয়ে ওঠায় হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার–সহ একাধিক থানার অফিসার এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সরেজমিনে তদন্ত করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দোষীদের কঠোর সাজা হোক।
এদিকে পুলিশ সূত্রে খবর, মৃত আলু ব্যবসায়ীর নাম রাখালচন্দ্র ঘোষ (৬০)। তাঁর বাড়ি হুগলি জেলারই তারকেশ্বরের রামচন্দ্রপুর এলাকায়। ওই আলু ব্যবসায়ী আলু কিনে যখন ফিরছিলেন তখন তাঁদের গাড়ির জায়গা ছাড়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেটা বচসা পর্যন্ত গড়ায়। তখনই ওই আলু ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়। তাঁর ছেলেকে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। তবে সে প্রাণে বেঁচে গেলেও আলু ব্যবসায়ী রাখালচন্দ্র ঘোষকে বাঁচানো যায়নি। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: বাড়ির অমতে প্রেম করে বিয়ে, জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার চোপড়ায়, চর্চা তুঙ্গে
স্থানীয় সূত্রে খবর, শনিবার বেশি রাতে পাঁচগেছিয়ায় গিয়েছিলেন রাখাল ও তাঁর ছেলে। সেখানে কৃষকদের কাছ থেকে আলু কিনে ভ্যানে করে ফিরছিলেন তাঁরা। গাড়ির জায়গা ছাড়াকে কেন্দ্র করে তখন কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। আর তখনই ওই যুবকরা লোহার রড দিয়ে রাখালচন্দ্র ঘোষের মাথায় আঘাত করে। উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। রাখাল ঘোষের ছেলে তন্ময় ঘোষের কাজের দাবি বা জমির ব্যবস্থা করে দেওয়ার দাবিতে পুলিশের কাছে আর্জি জানান গ্রামের মানুষজন।
আজ, রবিরাব এই ঘটনা নিয়ে ক্ষোভ দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় এই গোটা ঘটনাটি নিয়ে বলেন, ‘আলু রাখা নিয়ে একটা বচসা হয়। আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, পাঁচজন যুবক মিলে ওই আলু ব্যবসায়ী রাখালচন্দ্র ঘোষকে মারধর করার জেরেই তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত যুবকদের নামগুলিও সব জানতে পেরেছি আমরা। যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেফতার করব আমরা। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।’