বাংলায় জালনোট ছড়াতে বহুদিন ধরে সক্রিয় কারবারিরা। এবার খোদ হুগলি জেলার উত্তরপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে। জালনোট সেখানে দেদার ছড়ানো হয়েছে। এই ঘটনা ধরাও পড়েছে। তার জেরে জেলাজুড়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে। এখান এই উত্তরপাড়ার কোতরং ২ নম্বর বাজারে সেটাই চর্চিত বিষয়। এখানে এসে ব্যাগ ভরে মাছ, সবজি কিনে ৫০০ টাকার জাল নোট ধরাচ্ছিল দুই ক্রেতা। যা প্রথমে কেউ বুঝতেই পারেনি। পরে হাতেনাতে ধরা পড়ে যায় তারা। একজন পালাতে সক্ষম হলেও, অন্যজন ধরা পড়ে যায়। তাকে আটক করে উত্তরপাড়া থানার পুলিশ। এভাবে বাজারে এসে যদি জাল নোট ছড়ানো হয় তাহলে তা ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলবে।
এদিকে বাজার থেকে মুদির দোকান সব জায়গায় অল্প টাকার জিনিস কিনে ৫০০ টাকা ঠেকাচ্ছিল এই দুই যুবক। এরা আসলে জাল নোট ছড়ানোর কাজ করে। এই আবহে বৃদ্ধ দোকানদার ৫০০ টাকার নোট হাতে পেয়ে সন্দেহের সঙ্গে দেখেন। বিষয়টি বুঝতে পেরে অধৈর্য হয়ে পড়েন ওই দুই ক্রেতা। কিন্তু বৃদ্ধ দোকানদারের সন্দেহ হওয়ায় আশপাশের দোকানদারদের ডেকে আনেন। অন্যদের কাছ থেকে ৫০০ টাকার নোট নিয়ে মেলাতেই ধরা পড়ে যায় জাল নোটের কারবার। আর ওই দু’জনের কীর্তিও ধরা পড়ে যায়। বাজারে জালনোট ছড়ানোর অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে একজন। আর একজন পলাতক।
আরও পড়ুন: কাঁথি সমবায় ব্যাঙ্কে কি দুর্নীতি হয়েছে? আগের বোর্ডের ফাইল খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
অন্যদিকে রবিবার ছুটির দিন হওয়ায় বাজারে ভালই ভিড় ছিল। ক্রেতাদের ভিড়ে মিশে গিয়ে ওই দুই যুবকদোকানে দোকানে ঘুরছিল আর মাছ–সবজি কিনে ৫০০ টাকার নোট ধরিয়ে সরে পড়ছিল। এটাই নজরে পড়ে এক বৃদ্ধ দোকানদারের। সেটা চাউর হতেই বিপদ বুঝে একজন পালিয়ে যায়। আর একজন ধরা পড়ে। পরিস্থিতি এমন হয় যে, সব দোকানদাররাই দেখেন ৫০০ টাকার নোটগুলি জাল। তখনই উত্তরপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ধরে নিয়ে যায় ওই যুবককে। আসল ৫০০ টাকার নোটের সঙ্গে মিলিয়ে দেখতেই পরিষ্কার হয়ে যায় ওগুলি নকল। গোলমালের পরিস্থিতি তৈরি হতেই দুই ক্রেতার একজন সরে পড়ে। দ্বিতীয়জনকে ধরে ফেলেন ব্যবসায়ীরা।
এছাড়া এখানের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস জানান, ওই দুই যুবক এই এলাকাই নয়। অল্প টাকার জিনিস কিনে ৫০০ টাকার নোট ধরিয়ে দিচ্ছিল। তাতেই সন্দেহ হয় এক দোকানদারের। তাঁরাই জনপ্রতিনিধিকে খবর দিলে তিনি এসে দেখেন এমন কাণ্ড ঘটেছে। আর দুলাল দাস নামে এক মাছ ব্যবসায়ী বলেন, ‘মুখ দেখে তো বোঝা যাচ্ছিল না। আগে দু’জনকে এই বাজারে দেখিনি। ৫০ টাকার মাছ কিনে যদি ৫০০ টাকার জালনোট ছড়ায় আমরা গরিব দোকানদাররা কোথায় যাব?’