কালনা পুরসভার ফোনটি বেশ কিছুক্ষণ বাজছিল। ওই ফোনটি থাকে কালনা পুরসভার চেয়ারম্যানের ঘরে। আর সেই ফোন তুলতেই কান গরম হয়ে গেল কালনা পুরসভার চেয়ারম্যানের। ডায়মন্ডহারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর ওই হুমকি ফোনে ৫ লক্ষ টাকা দাবিও করা হয়। এই ঘটনায় তোলপাড় কাণ্ড বেঁধে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। তবে কালনা পুরসভার চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে আজ, বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানার পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে। হুগলি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের।
এই হুমকি ফোনের খবর প্রকাশ্যে চলে আসায় আলোড়ন পড়ে গিয়েছে। এই কালনা পুরসভার চেয়ারম্যানের দাবি, আজ বৃহস্পতিবার বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। আর তাঁকে ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে। এই নিয়ে কালনা পুরসভার চেয়ারম্যান বলেন, ‘টেলিফোনে বলা হয়, অভিষেক দার অফিস থেকে বলছি। ৫ লাখ রেডি রাখুন। সঠিক সময়ে নিয়ে নেওয়া হবে।’ এই ফোন যে সন্দেহজনক সেটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি কালনা পুরসভার চেয়ারম্যানের। তাই তিনি তড়িঘড়ি পুলিশে ফোন করে দেন।
আরও পড়ুন: বড়দিনের উৎসব পালন হল শান্তিনিকেতনে, রবীন্দ্রসঙ্গীত থেকে বাইবেল পাঠে খুশি পর্যটকরা
তবে এমন ফোন আসায় কালনা পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে যোগাযোগ করেন। আর গোটা বিষয়টি জানান। তখনই বুঝতে পারেন এই ঘটনার নেপথ্যে অন্য কোনও বিষয় রয়েছে। তখন শেক্সপিয়র সরণি থানায় তিনি অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটির মাধ্যমে লোকেশন ট্র্যাক করতে শুরু করে। তখনই সামনে আসে ওই ফোনটি হুগলি থেকে এসেছিল। তখন লোকেশন ধরে পুলিশ তল্লাশি করতে শুরু করে। আর হুগলি থেকে তিন যুবককে গ্রেফতার করে।
অভিষেকের নাম করে আগেও নানা তোলাবাজির চেষ্টা করা হয়েছিল। তবে একটাও সফল হয়নি। এবারও একইরকম চেষ্টা করা হল। সেটাও বিফলে গেল। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকরা হল জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং শেখ তসলিম। ধৃত জুনেদুলের বিরুদ্ধে আগেও ভুয়ো ফোন করে তোলাবাজির অভিযোগ রয়েছে। সেই অভিযোগে আগেও গ্রেফতারও হয়েছিল জুনেদল। তারপর জামিনে মুক্তি পাওয়ার পর কালনা পুরসভার চেয়ারম্যানকে নিশানা করা হয়। যদিও টাকা হাতানোর পুরো রহস্যের পর্দাফাঁস হয়ে গিয়েছে।