হুগলির মানুষজনের অনেক দিনের খেদ ছিল, অনলাইনে পুলিশ পরিষেবা পাওয়া নিয়ে। এবার সেই খেদ মিটিয়ে দিল হুগলি গ্রামীণ পুলিশ। আর তাতেই এলাকায় এল খুশির হাওয়া। কারণ কলকাতা পুলিশ এই কাজ করেছিল বেশ কয়েকবছর আগে। তার জেরে শহরের বাসিন্দারা বাড়িতে বসেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে পারেন। এই অনলাইন পরিষেবার ব্যবস্থা করে লালবাজার। এবার সেই পথেই হেঁটে সাফল্য নিয়ে আসতে চায় হুগলি গ্রামীণ পুলিশ। এবার আর থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে না। বরং বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। আমজনতার সুবিধার্থে ই–জিডি পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত সব থানায়। যা চেয়েছিলেন মানুষজন।
এবার হুগলি লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। তারপরই এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। মানুষজনকে পরিষেবা দিতে পুলিশ কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোনও গ্রামীণ পুলিশের পক্ষ থেকে অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে রথযাত্রার দিন এই পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশের প্ৰত্যেকটি থানায়। এবার এটা চালু হয়ে গেলে অনলাইনের মাধ্যমে থানায় নথিভুক্ত করা যাবে জেনারেল ডাইরি। অনলাইনেই মিলবে জিডি নম্বর। সুতরাং জেনারেল ডাইরি নম্বর পাওয়ার জন্য আর সশরীরে থানায় হাজির হতে হবে না। এই কথাই জানালেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন।
আরও পড়ুন: ‘মমতাদির নির্দেশ অমান্য করার মতো আমার ঘাড়ে মাথা নেই’, শোভনের মন্তব্যে নয়া গুঞ্জন
নানা কারণে মানুষজনকে জেনারেল ডাইরি করতে করতে হয়। সেটা আধার কার্ড, এটিএম কার্ড, থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, মোবাইল ফোন–সহ নানা বিষয় হারিয়ে গেলে, চুরি হলে জেনারেল ডাইরি করা যাবে অনলাইনের মাধ্যমে। আগে তা থানায় গিয়ে করতে হতো। কাজের চাপে অনেকে থানায় যেতে পারতেন না উপযুক্ত সময়ে। আবার থানায় গেলেও পুলিশ কর্মীদের কাজের চাপ থাকায় অপেক্ষা করতে হতো আমজনতাকে। সেখানে আবার কাগজ নিয়ে যাওয়ার বিষয় থাকে। সেই লেখা বুঝে পুলিশ কর্মীদের কাজ করতে নানা অসুবিধান সম্মুখীন হতে হতো। এবার সবটাই অনলাইনে হওয়ায় তৎক্ষণাৎ পুলিশ–জনতার সংযোগ ঘটবে।
এই পরিষেবা পেতে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ই–জিডি করার জন্য http://egd.hooghlyruralpd.in/ এবং hooghlyruralpolice.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার পর জেনারেল ডাইরি করতে পারবেন সাধারণ মানুষ। হুগলি গ্রামীণ পুলিশ সুপার জানান, কোনও নাগরিককেই আর থানায় এসে সময় নষ্ট করতে হবে না। এবার অভিযোগ করলেই সেগুলি অ্যাপের মাধ্যমে জানাতে পারবে। ব্যারাকপুর, বিধাননগরের মতোই হুগলি গ্রামীণ থানাগুলিতে এই অ্যাপ চালু করা হচ্ছে। এই অ্যাপে শুধু একবারই লগ ইন করে রেজিস্টার করতে হবে। তারপর জানিয়ে দেওয়া যাবে নিজের যাবতীয় অভিযোগ এবং কথা। খুব সহজ হবে মানুষের জন্য।