ক্রেতা সেজে দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না লুঠ হুগলির পান্ডুয়ার বৈঁচিতে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
গত সপ্তাহে পান্ডুয়া থানার বৈঁচিতে শুট আউটের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুঠ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ বৈঁচি দাঁ মার্কেটে ক্রেতা সেজে সোনার দোকানে আসে এক দুষ্কৃতী। দোকানদার নিতাই পাত্রকে সাত বছরের বাচ্চার জন্য আড়াই হাজার টাকা দামের সোনার আংটি দেখাতে বলে। ২৮০০ টাকা দামের একটি আংটি পছন্দ করে ৫০০ টাকা জমা রেখে বাকি টাকা নিয়ে আসছে বলে বেরিয়ে যায়।
কিছুক্ষণ পর ফিরে এসে ফের কানের দুল দেখতে চায় সেই ব্যক্তি। তারপরেই কোমর থেকে বন্দুক বার করে হুমকি দিতে থাকে সে। বাংলা হিন্দি দুই ভাষাতেই কথা বলছিল ওই দুষ্কৃতী। বন্দুক ঠেকিয়ে বেশ কয়েকটি সোনার হার নিয়ে পালায় সে।যার আনুমানিক মূল্য আড়াই থেকে তিন লক্ষ টাকা
প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে এই ধরনের ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ। দোকানে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা।