হাওড়ার পর হুগলির রিষড়াতেও রাম নবমীর মিছিলে হামলার পর দ্বিতীয় দিনেও ছড়াল উত্তেজনা। যার জেরে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেছে বিজেপি। এদিন সকাল থেকেই রিষড়ার একাংশে মানুষ রাস্তার ধারে জড়ো হতে শুরু করে। বেলা বাড়লে তাদের ওপর মৃদু লাঠিচার্জ করে পুলিশ।
রবিবার সন্ধ্যায় হুগলির রিষড়ায় রাম নবমীর শোভাযাত্রায় একটি ধর্মস্থানের সামনে হামলা হয়। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর গাড়ির সামনেও বোমা পড়ে বলে অভিযোগ। ঘটনার পর এলাকায় মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি বাইরে থেকে লোক এনে গোলমাল করেছে। এই ঘটনার পর শ্রীরামপুর ও রিষড়ার একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু তাতেও উত্তেজনা প্রশমণ হয়নি।
সোমবার সকালে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। আক্রান্তদের দাবি, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হামলা চলছে। বোমা পড়ছে যেখানে সেখানে। এই অভিযোগে রাস্তার পাশে একজোট হন আক্রান্তরা। পুলিশ তাদেরকেই লাঠি নিয়ে তাড়া করে বলে অভিযোগ।