বিদেশ যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে দাবি মতো টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার রামনগরের। মৃত নুর বিবির (২৬) পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করেছেন তাঁর স্বামী আরিফুল শেখ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তের পরিবার।
পরিবারের তরফে জানানো হয়েছে, নিজেদের পছন্দে বিয়ে করেছিলেন নুর ও আরিফুল। কিন্তু বিয়ের পর থেকেই বিদেশে কাজে যাওয়ার নাম করে স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিত সে। মেয়ের ভালো ভেবে কয়েক দফায় প্রায় ১.৫ লক্ষ টাকা জামাইকে দেয় নুরের পরিবার। কিন্তু সম্প্রতি আরও ৫০ হাজার টাকা দাবি করতে থাকে আরিফুল। সেই টাকা দিতে অস্বীকার করে নুরের পরিবার।
বৃহস্পতিবার গভীর রাতে নুরের মাকে ফোন করে আরিফুল জানায় স্ত্রী আত্মঘাতী হয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে রামনগরের হাইল্যান্ড গ্রামে যান বধূর বাপের বাড়ির সদস্যরা। দেখেন, পৌঁছেছে পুলিশ। মেঝেয় শোয়ানো রয়েছে নুরের দেহ। শ্বশুরবাড়ির লোকেরা পলাতক।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নিহত বধূর শ্বশুরবাড়ির সদস্যদের খোঁজ শুরু হয়েছে।