বিয়ের ৫ মাস পর কলেজ যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ তরুণী। নিখোঁজ হওয়ার পরদিনই মোবাইল ফোনে টেক্সট মেসেজ করে সে জানায় ‘আমি যেখানে আছি ভালো আছি।’ ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। মেয়েকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ তরুণীর নাম অর্চনা ভঞ্জ (২৫)। পাঁচ মাস আগে এলাকারই তাপস সুর নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় তাঁর। কোনও দাম্পত্য কলহের কথা কখনও জানানি অর্চনা। গত ৩ জানুয়ারি কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় সে। তার পর থেকে তার খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। এর পর গত ৪ জানুয়ারি তরুণীর মোবাইল ফোন থেকে একটি টেক্সট মেসেজ আসে। তাতে সে লেখে, ‘আমি বাইরে চলে এসেছি। যেখানে আছি, ভালো আছি।’
মেসেজ পেয়ে প্রথমে ডেবরা থানায় যান পরিবারের সদস্যরা। সেখান থেকে খড়গপুর লোকাল থানায়। সেখানে একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। নিখোঁজ তরুণীর বাবা শংকর ভঞ্জ বলেন, ‘মেয়ে নিজেই চলে গিয়েছে না ওকে কেউ নিয়ে গিয়েছে সেটা বুঝতে পারছি না। পুলিশকে জানিয়েছি। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ওকে খোঁজার চেষ্টা হচ্ছে।’