বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Howrah-Bardhaman Cancelled Local trains: ফের হাওড়া-বর্ধমান মেন ও কর্ডে বাতিল একগুচ্ছ লোকাল, পুরোটা যাবে না অনেক ট্রেন

Howrah-Bardhaman Cancelled Local trains: ফের হাওড়া-বর্ধমান মেন ও কর্ডে বাতিল একগুচ্ছ লোকাল, পুরোটা যাবে না অনেক ট্রেন

ফের হাওড়া-বর্ধমান মেন ও কর্ডে বাতিল একগুচ্ছ লোকাল, পুরোটা যাবে না অনেক ট্রেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

Howrah-Bardhaman Cancelled Local trains: গত ১৪ সেপ্টেম্বর থেকে কার্যত স্তব্ধ ছিল হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনের একাংশ (লোকাল ট্রেন পরিষেবা)। এবার আরও দু'দিন একাধিক ট্রেন বাতিল করা হল। কয়েকটি ট্রেন আবার মেমারি (মেন লাইন) এবং মসাগ্রাম (কর্ড লাইন) পর্যন্ত যাবে।

এখনও তিনদিনের ধাক্কা কাটেনি। তারইমধ্যে আবারও দু'দিন হাওড়া-বর্ধমান শাখায় (মেন এবং কর্ড লাইন) একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেগুলি মেন লাইনে হাওড়া-মেমারি-হাওড়া এবং কর্ড লাইনে হাওড়া-মসাগ্রাম-হাওড়ার মধ্যে চলবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে বিপরীতমুখী লাইন ব্যবহার না করা যাওয়ায় এবং নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজের পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার (১৭ সেপ্টেম্বর) এবং রবিবার (১৮ সেপ্টেম্বর) একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। সেইসঙ্গে কোন কোন ট্রেন মেমারি এবং মসাগ্রাম পর্যন্ত যাবে, তার পুরো তালিকা দেখুন -

বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেন 

  • মেন লাইনে বাতিল ট্রেন: ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২,৩৭৮৪৪ (SAE), ৩৭৮৪৬ (SAO) এবং ৩৭৭৮৪ (SUE)।
  • কর্ড লাইনে বাতিল ট্রেন: ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৪, ৩৬৮৪৬ এবং ৩৬৮৫৪। 

মেন লাইনে কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে (মেমারি পর্যন্ত যাবে)?

  • সকাল ১০ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ৩৭৮২৫ আপ ট্রেন। মেমারিতে পৌঁছাবে সকাল ১১ টা ৫২ মিনিটে।
  • ৩৭৮২৭ আপ ট্রেন সকাল ১১ টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। দুপুর ১ টা ৭ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
  • বেলা ১২ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ৩৭৮২৯ আপ ট্রেন। মেমারিতে পৌঁছাবে দুপুর ২ টো ১৩ মিনিটে।
  • ৩৭৮৩১ আপ ট্রেন দুপুর ২ টো ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। বিকেল ৪ টে ৩ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
  • দুপুর ২ টো ৫২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ৩৭৮৩৩ আপ ট্রেন (SAO)। মেমারিতে পৌঁছাবে বিকেল ৪ টে ৩৭ মিনিটে।
  • ৩৭৮৩৫ আপ ট্রেন (SAE) দুপুর ২ টো ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। বিকেল ৪ টে ৩৭ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
  • দুপুর ৩ টে ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ৩৭৮৩৭ আপ ট্রেন। মেমারিতে পৌঁছাবে বিকেল ৫ টা ৮ মিনিটে।

আরও পড়ুন: Sealdah-Puri Puja Special Train: দুর্গা ও কালীপুজোয় পুরীতে যাবেন? শিয়ালদা থেকে চলবে স্পেশাল ট্রেন, রইল সময়সূচি

ডাউন মেমারি-হাওড়া স্পেশাল ট্রেন (মেন লাইন)

  • বেলা ১২ টা ৫ মিনিট।
  • দুপুর ১ টা ২০ মিনিট।
  • দুপুর ২ টো ২৫ মিনিট।
  • বিকেল ৪ টে ২০ মিনিট।
  • বিকেল ৪ টে ৫০ মিনিট।
  • বিকেল ৪ টে ৫০ মিনিট।
  • বিকেল ৫ টা ২০ মিনিট।

কর্ড লাইনে কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে (মসাগ্রাম পর্যন্ত)?

  • ৩৬৮২১: সকাল ৯ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে পৌঁছাবে সকাল ১১ টা ১৫ মিনিটে।
  • ৩৬৮২৩: হাওড়া থেকে ছাড়বে সকাল ১০ টা ১৫ মিনিটে। সকাল ১১ টা ৪৫ মিনিটে মসাগ্রামে পৌঁছাবে।
  • ৩৬৮২৫: সকাল ১১ টা ২২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে পৌঁছাবে দুপুর ১ টা ৮ মিনিটে।
  • ৩৬৮২৭: হাওড়া থেকে ছাড়বে বেলা ১২ টা ৫ মিনিটে। দুপুর ১ টা ৩৫ মিনিটে মসাগ্রামে পৌঁছাবে।
  • ৩৬৮২৯: দুপুর ১ টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে পৌঁছাবে দুপুর ৩ টে ১১ মিনিটে।
  • ৩৬৮৩১: হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টো ৪৫ মিনিটে। বিকেল ৪ টে ১৫ মিনিটে মসাগ্রামে পৌঁছাবে।
  • ৩৬৮৩৩: দুপুর ৩ টে ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে পৌঁছাবে বিকেল ৫ টা ৮ মিনিটে।

আরও পড়ুন: Hydrogen run train: ২০২৩-এ ভারতীয় রেলে বড়সড় চমক আসন্ন! হাইড্রোজেন গ্যাস চালিত ট্রেন নিয়ে কী বললেন রেলমন্ত্রী?

ডাউন মসাগ্রাম-হাওড়া স্পেশাল ট্রেন (কর্ড লাইন)

  • সকাল ১১ টা ২৫ মিনিট।
  • সকাল ১১ টা ৫৫ মিনিট।
  • দুপুর ১ টা ২০ মিনিট।
  • দুপুর ১ টা ৪৫ মিনিট।
  • দুপুর ৩ টে ২৫ মিনিট।
  • বিকেল ৪ টে ২৫ মিনিট।
  • বিকেল ৫ টা ২০ মিনিট।

বন্ধ করুন