ঘূর্ণিঝড় এখনও তৈরি হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক ট্রেন বাতিল করে দিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামী রবিবার এবং সোমবার ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়বে। সেই পরিস্থিতিতে রবিবার এবং সোমবার কয়েকটি ট্রেন বাতিল করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। মূলত দিঘার ট্রেনগুলি (এক্সপ্রেস, মেমু, লোকাল ট্রেন) বাতিল করা হয়েছে বা যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ওই দু'দিন যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই পরিস্থিতিতে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, সেই তালিকা দেখে নিন।
ঘূর্ণিঝড় রেমালের জন্য কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: যে ট্রেনটি শনিবার (২৫ মে) পুরী থেকে ছাড়বে, তা খড়্গপুর পর্যন্ত আসবে।
২) ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।
৩) ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল: ২৬ মে বাতিল থাকবে।
৪) ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন: রবিবার (২৬ মে) সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
৫) ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন: সোমবার (২৭ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।
৬) ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল: সোমবার (২৭ মে) বাতিল করে দেওয়া হয়েছে।
৭) ২২৮৮৯ দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: রবিবার (২৬ মে) দিঘা থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা খড়্গপুর থেকে ছাড়বে।
৮) ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) বাতিল করে দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় নিয়ে সাম্প্রতিক বুলেটিন
আপাতত যা পূর্বাভাস, তাতে শনিবার সকালের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়ে যাবে। তারপর উত্তর দিকে এগিয়ে গিয়ে শনিবার রাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে আরও উত্তর দিকে এগিয়ে যেতে থাকবে। তারপর রবিবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল পার করবে রেমাল। ঠিক কোথায় আছড়ে পড়বে রেমাল, তা এখনও ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়নি।