রাস্তাঘাটে প্রতিদিনই বাড়ছে টোটোর দাপট। এরফলে যেমন যানজটের সমস্যা বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনা। এই অবস্থায় টোটোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়েছে। টোটো নিয়ন্ত্রণে আগেই নির্দেশ জারি করেছে পরিবহণ দফতর। টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পাশাপাশি টোটো চালকদের আলাদাভাবে লাইসেন্স করাতে বলেছে পরিবহণ দফতর। সেইমতো বেআইনি টোটোকে পরিবহণ দফতরের নির্দিষ্ট নিয়মের আওতায় আনার কাজ শুরু করল হাওড়া জেলা প্রশাসন।
আরও পড়ুন: স্ত্রীর চিকিৎসা করাতে টোটো চালিয়ে মুর্শিদাবাদ থেকে রওনা বৃদ্ধের, পথে ভাগ্য বদল
জানা গিয়েছে, পরিবহণ দফতরের নির্দেশ মতো গ্রামীণ হাওড়ার পঞ্চায়েত এলাকায় সমস্ত বেআইনি টোটো রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এছাড়া, হাওড়া পুরসভা এলাকাতেও টোটোর রেজিস্ট্রেশন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনের দাবি, যেভাবে টোটোর সঙ্গে বহু মানুষের রুটি রুজি জড়িয়ে আছে তাই এগুলিকে বন্ধ না করে পরিবহণ দফতরের নির্দিষ্ট নিয়মে আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিবহণ দফতরের নির্দেশ পেয়ে রেজিস্ট্রেশন হওয়ার পর টোটোগুলি শুধুমাত্র নিজস্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় যাত্রী বহন করতে পারবে। তবে বিশেষ ক্ষেত্রে ছাড়া তারা বাইরে যেতে পারবেন না।এর পাশাপাশি দুর্ঘটনা এড়াতে কোনওভাবেই রাজ্য সড়ক, জাতীয় সড়ক বা বাস চলে এমন রাস্তায় টোটো চালানো যাবে না। শুধুমাত্র ভিতরের ছোট রাস্তায় টোটো চলাচল করতে পারবে।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এইসব টোটো রেজিস্ট্রেশন করার সময় বাহন পোর্টালের মাধ্যমে চালকের নাম, বাসস্থানের ঠিকানা, আধার বা ভোটার কার্ড জমা দিতে হবে। এগুলি ছাড়া টোটো রেজিস্ট্রেশন হবে না। এছাড়া, কোনও টোটোর মালিকের বাড়ি যদি কোনও গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে হয় তা হলে তিনি দুটি পঞ্চায়েত এলাকাতেই টোটো চালাতে পারবেন।
এরইমধ্যে হাওড়া শহরে টোটো নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে জেলা প্রশাসন। সমীক্ষায় দেখা গিয়েছে, এখানে ১৩৫টি রুটে টোটো এবং ই রিক্সা চলে। এই টোটোগুলিকে আগে আইনি স্বীকৃতি দেওয়া হবে। জানা যাচ্ছে, শুধুমাত্র হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় ২০ হাজার টোটো চলে। আধিকারিকদের অনেকের মতে, সেই সংখ্যাটা ২০ হাজারের বেশি। এই টোটোগুলির তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে। সেগুলিকে বাহন পোর্টালে আবেদনের ভিত্তিতে রেজিস্ট্রেশন দেওয়া হবে। ১৩৫টি রুটে টোটো চালানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, টোটোয় কি ধরনের ব্যাটারি লাগানো হবে তা বাহন পোর্টালে উল্লেখ করা হয়েছে।