এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিধ্বংসী আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। আজ শুক্রবার সাঁকরাইলের ওই পার্কে আগুনের লেলিহান শিখা দেখা যায়। একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে এবং তা দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে। আগুন আয়ত্বে আনতে যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। এমনকী আগুন নেভাতে ১৫টি ইঞ্জিন কাজ করতে শুরু করেছে। যদিও হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। কী কারণে আগুন লেগেছে সেটা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যায় ফুডপার্কের প্লাস্টিকজাত দ্রব্য তৈরির কারখানায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কে বেরিয়ে আসেন শ্রমিকরা। খবর দেওয়া হয় দমকলে। দমকল এলাকায় যানজটের কারণে থমকে যায়। যার ফলে আগুনের মাত্রা বাড়তে থাকে। আড়াই ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেও এখনও তা সম্ভব হয়নি। তার মধ্যে হাওয়া বইছে। তাতে আগুন আরও ছড়িয়ে পড়ছে। আরও অনেক কারখানা রয়েছে এখানে। তাই আতঙ্ক আরও বেড়েছে। সাঁকরাইলের ওই এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে। প্লাস্টিকের প্রচুর সামগ্রী, কাঁচামাল মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে ক্ষমা চাইলেন মিহিলাল, বগটুইতে নতুন সমীকরণ শুরু
এদিকে ওই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়তে থাকে যে তা নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। কারখানার বিভিন্ন জায়গায় ওই আগুন ছড়িয়ে পড়তে থাকে। আগুন লাগার সময় কারখানায় পুরোদমে কাজ চলছিল বলে সূত্রের খবর। আতঙ্কে শ্রমিকরা কারখানার ভিতর থেকে বেরিয়ে আসতে থাকেন। শ্রমিক, সাধারণ মানুষজন প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুন ছড়িয়েই পড়ে। কারখানার শ্রমিকরা জানান, কারখানার ভিতরে প্লাস্টিকজাত বহু দ্রব্য আছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। শুধু প্লাস্টিকই নয়, মজুত আছে রাসায়নিক দ্রব্যও। তবে আগুনে হতাহতের কোনও ঘটনা এখনও ঘটেনি। আগুন লেগেছে দেখতে পেয়েই তাঁরা সকলে বাইরে বেরিয়ে আসেন। ভিতরে কেউ আটকে পড়েনি।
অন্যদিকে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আসে। কিন্তু আগুনের তীব্রতা দেখে আরও ইঞ্জিন সেখানে আসতে শুরু করে। আগুন নেভাতে মোট ১৫টি ইঞ্জিন কাজে লাগানো হয়। পরে ঘটনাস্থলে আগুনের লেলিহান শিখা বিরাট আকার ধারণ করে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং গোটা এলাকা ঘিরে ফেলে সাঁকরাইল থানার পুলিশ। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকার আকাশ। আগুন যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে তাই কড়া নজর রাখা হয়েছে। আগুন নেভানোর পর এই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন দমকলের অফিসার।