কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে হাওড়ায়। হাওড়ায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। মারা গিয়েছেন ২৫০ জনেরও বেশি। ইতিমধ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণও। আর তা রুখতে অভিনব উদ্যোগ নিল হাওড়া পুরনিগম।
মঙ্গলবার পুরনিগম কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা চলতি সপ্তাহে ৪ দিন ৪টি বিনামূল্যে করোনা পরীক্ষা শিবিরের আয়োজন করতে চলেছেন। এর নাম দেওয়া হয়েছে Covid-19 Outreach Testing Camps। বুধ, বৃহস্পতি, শুক্র ও রবিবার দুপুর ১২টা থেকে হাওড়া পুরনিগমের বিভিন্ন জায়গায় আয়োজিত হবে এই করোনা পরীক্ষা শিবির। জায়গাগুলি হল—
১২ অগস্ট, বুধবার — জগাছা ফ্রেন্ডস ক্লাব লাইব্রেরি ময়দান (৪৭ নম্বর ওয়ার্ড)
১৩ অগস্ট, বৃহস্পতিবার — বালিটিকুড়ি গলির মুখ (৫০ নম্বর ওয়ার্ড)
১৪ অগস্ট, শুক্রবার — বেলগাছিয়া বাজারে এইচএমসি বেলগাছিয়া হিন্দি স্কুল (৮ নম্বর ওয়ার্ড)
১৬ অগস্ট, রবিবার — মিলন সঙ্ঘ ক্লাব (১১ নম্বর ওয়ার্ড)
পুরনিগমের তরফে জানানো হয়েছে, করোনা উপসর্গ থাকলেই এই শিবিরে করোনা পরীক্ষা করানো যাবে। কোনও প্রেসক্রিপশনের প্রয়োজন হবে না। এবং এই পরীক্ষা করানোর জন্য কোনও টাকা–পয়সা লাগবে না। এই উদ্যোগে বেশ ভাল সাড়া পাবে বলে আশাবাদী হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ।