হাওড়ার ডোমজুড়ে চার বছরের শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনায় কিনারা করল পুলিশ। শিশু খুনের অভিযোগে পুলিশ এক নাবালককে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, নাবালক জেরায় স্বীকার করেছে, খেলার বল নিয়ে বিবাদের জেরেই সে শিশুকে খুন করেছে। নাবালকের এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা।
আরও পড়ুন: কাজ নেই, ৪ সন্তানকে গলা কেটে খুন! উত্তরপ্রদেশে আত্মঘাতী বাবা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত নাবালককে আজ শুক্রবার গ্রেফতার করা সম্ভব হয়েছে। ফুটেজে ওই শিশুকে হেঁটে যেতে দেখা গিয়েছে। তার পিছনেই ছিল ওই নাবালক। সেই সূত্র ধরেই নাবালককে প্রথমে আটক করে পুলিশ। শেষে পুলিশি জেরায় ভেঙে পড়ে নাবালক শিশু খুনের কথা স্বীকার করে নেয়। ধৃত একজন নাবালক হওয়ায় আজ তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ডোমজুড় থানার অন্তর্গত ডাঁসপাড়া এলাকায় গতকাল ৪ বছরের শিশু শেখ আয়ুষের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে নিখোঁজ ছিল শিশুটি। বাড়ির লোকজন কোথাও তাকে খুঁজে পাননি। কয়েক ঘণ্টা ধরে খুঁজে পাওয়া যায়নি শিশুকে। পরে বেলা ১২টা নাগাদ বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে থেকে হাত পা বাঁধা অবস্থায় শিশুর দেহ উদ্ধার হয়। মুখে ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। শিশু যে জামা পরেছিল, সেটি গলায় পেঁচিয়ে খুন করা হয়েছিল বলে দাবি করেন স্থানীয়রা। এমনকী শিশুর পিঠে ছ্যাঁকা দেওয়ার দাগও ছিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শিশুর দেহ রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। শিশুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে খুনের কিনারা করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। তার মামা ওই এলাকায় দর্জির কাজ করেন। তিনিই নাবালককে দর্জির কাজ শেখাতে নিজের কাছে এনেছিলেন। হাওড়ার পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, খুব সামান্য কারণে এই খুনের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে।