হাওড়ার পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে বলে জানাল পুলিশ। হিংসা রুখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে হাওড়া গ্রামীণের বিস্তীর্ণ এলাকায়। পুলিশ পিকেট, বজ্র ভ্যান সহ প্রস্তুত পুলিশ। এই আবহে সব ঠিকঠাক থাকলে আজকেই হাওড়া জুড়ে ইন্টারনেট পরিষেবা ফের স্বাভাবিক করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, পয়গম্বর নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মারে গত বৃহস্পতিবার থেকে প্রতিবাদের নামে তাণ্ডব চলে হাওড়া জুরে। এর জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল উলুবেড়িয়ায়।
ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল ডোমজুড় থানায় গিয়েছিলেন হাওড়া পুলিশের নয়া কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। এর আগে গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দিয়েছিলেন তিনি। এদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে, পাঁচলা এবং জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা।
প্রসঙ্গত, গত সপ্তাহে তিনদিন ধরে হাওড়ায় প্রতিবাদের নামে তাণ্ডব চলেছে। গত বৃহস্পতিবার থেকে হাওড়ার বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা ছড়ায়। পয়গম্বর বিতর্কে রাস্তায় নেমে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে হাওড়ার বিভিন্ন জায়গায়। দফায় দফায় অবরোধ করা হয় রেল পথ এবং ৬ নম্বর জাতীয় সড়ক। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই আবহে সাম্প্রদায়িক হিংসায় হাওড়ায় এখনও পর্যন্ত মোট ৭০ জনকে গ্রেফতার করে পুলিশ। আমতা, ডোমজুড়, জগাছার মতো এলাকায় হানা দিয়ে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদের বিরুদ্ধে দাঙ্গা বাঁধানো, অগ্নিসংযোগ, সম্পত্তি নষ্টের মতো ধারায় মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, পাঁচলা থেকে ২২ জন, সাঁকরাইল থেকে ১৮ জন, ডোমজুড় থেকে ৫ জন, উলুবেড়িয়া থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।