বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন। সোমবার সকালে বর্ধমান–হাওড়া লোকাল ইয়ার্ড থেকে আসার সময় তার একটি বগি বর্ধমান স্টেশনে লাইনচ্যুত হয়। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এমনকী এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল। সোমবার, কারশেড থেকে লোকাল ট্রেনটি প্ল্যাটফর্মের দিকে আসা সময় এই দুর্ঘটনা ঘটে।
ঠিক কী ঘটেছে বর্ধমানে? রেল সূত্রে খবর, বর্ধমান–হাওড়া লোকাল ট্রেনটি ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিল। তখনই ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়। এমনকী পাশের লাইনের উপর পড়ে যায় সেই কামরাটি। তবে ট্রেনে কোনও যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নিয়ে যেতে কাজ চলছে বলে খবর।
তারপর সেখানে কী ঘটল? জানা গিয়েছে, কেন এই দুর্ঘটনা ঘটল? এই প্রশ্ন তুলে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তাহের প্রথমদিন এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল বর্ধমান হাওড়া কর্ড ও মেইন লাইনের ট্রেন চলাচল। পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
বিষয়টি ঠিক কী ঘটেছে? রেল সূত্রে খবর, ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি বেরিয়ে আসে। ৯টা ৫০ মিনিটের কর্ডলাইনের লোকাল ট্রেনটি ঢোকার কথা ছিল। কিন্তু তখনই ইয়ার্ড থেকে স্টেশনে যাওয়ার মুখে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত ট্রেনের অন্য কামরাগুলিকে সরিয়ে নেওয়া হয়েছে।