বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS 2023 Accountancy Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অ্যাকাউটেন্সি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক

HS 2023 Accountancy Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অ্যাকাউটেন্সি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক

উচ্চমাধ্যমিকের অ্যাকাউটেন্সি পরীক্ষা ছিল বৃহস্পতিবার (ANI)

HS 2023 Accountancy Exam Review: উচ্চমাধ্যমিকের অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ছিল বৃহস্পতিবার। এবার উচ্চমাধ্যমিকে বাণিজ্য বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল এটি। কেমন হল অ্যাকাউন্টেন্সি পরীক্ষার প্রশ্নপত্র? সে কথাই জানালেন বিষয়টির বিশেষজ্ঞ শিক্ষকরা।

২০২৩ সালের উচ্চমাধ্যমিকের অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ছিল বৃহস্পতিবার। এই বছরের ব্যাচ এই প্রথম বড় পরীক্ষা দিল। কোভিডের জন্য এই পড়ুয়ারা দুই বছর আগে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি। সেই হিসেবেই উচ্চমাধ্যমিক পরীক্ষা এবার তাদের প্রথম পরীক্ষা। তাই এবারের প্রশ্নপত্র কেমন হয়েছে, সেই দিকে নজর রয়েছে সবার। আগের বছরের  তুলনায় এবারের প্রশ্নপত্র সহজ হল না কঠিন - কী বলছেন বিশেষজ্ঞ শিক্ষকরা? পড়ুয়াদের পরীক্ষাই বা কেমন হল এবার। দু'পক্ষের কথাই শুনে নিল হিন্দুস্তান টাইমস বাংলা।

শিক্ষকদের রিভিউ

দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের অ্যাকাউন্টেন্সির শিক্ষক দেবদীপ ঘোষ বলেন, ‘পার্টনারশিপের অঙ্কে মূলধনের যে হিসাব কষতে দেওয়া হয়েছে, সেগুলি একটু  ভালো করে না পড়লে পারা যাবে না।’ অ্যাকাউন্টেন্সি বিষয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় পার্টনারশিপ। যা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা ছিল এবারে। তবে সারা বছর ঠিকভাবে না পড়লে এই অঙ্কটি করা একটু কঠিন হবে। সেক্ষেত্রে, সাধারণ মানের পড়ুয়াদের চাপ হতে পারে কিছুটা।’

তাঁর কথায়, ‘এছাড়া ছোট প্রশ্নগুলি একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে লিখতে একটু অসুবিধা হতে পারে। তবে সব মিলিয়ে মোটের উপর প্রশ্ন বেশ সহজ হয়েছে। এসএকিউ  (ছোট প্রশ্ন) একটু ঘোরানো প্রশ্ন হলে এমসিকিউ থেকে বড় প্রশ্ন বেশ সহজ হয়েছে। পরীক্ষার খাতায় পড়ুয়াদের লেখার মতো করেই এসেছে।’

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের জীববিজ্ঞান প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের ফিলোজফি বা দর্শনের প্রশ্ন? ব্যাখ্যা করলেন শিক্ষক

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের কম্পিউটার সায়েন্সের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের বিজনেস স্টাডিজ পরীক্ষার প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

কেমন হল পরীক্ষা- পড়ুয়াদের রিভিউ

দমদম ক্রাইস্ট চার্চ স্কুলের পরীক্ষার্থী প্রেয়সী সাহা বলেন, ‘ আমার প্রশ্নপত্র একটু দীর্ঘ লেগেছে। তাই উত্তর লিখতে সময় লেগে গিয়েছে অনেকটা। কিন্তু আমার পরীক্ষা বেশ ভালোই হয়েছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন