২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন আজ। কেমন ছিল এবারের বয়োলজিক্যাল সায়েন্স পরীক্ষার প্রশ্নপত্র? হিন্দুস্তান টাইমস বাংলাকে সে কথাই জানালেন জীবন বিজ্ঞানের বিশেষজ্ঞ শিক্ষক। পাশাপাশি কেমন হল বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা? তা নিয়ে পড়ুয়াদের কথাও শুনল হিন্দুস্তান টাইমস বাংলা।
শিক্ষকদের রিভিউ
কলকাতা পাঠভবন স্কুলের বায়োলজিক্যাল সায়েন্সের প্রবীণ শিক্ষিকা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খুুব ভালো প্রশ্ন এসেছে। ছোট প্রশ্নগুলো একটু বুদ্ধি করে জবাব দিতে পারলে কোনও সমস্যা হবে না। বড় প্রশ্ন সাধারণ পড়ুয়াদের মতো করেই এসেছে। দুটো প্রশ্ন দেখে বেশ ভালো লাগল। একটা হল ডিএনএ প্যাকেজিং, যা অনেকদিন দেখা যায়নি। অপরটি হল প্ল্যান্ট সাকেসেশন। এছাড়াও উৎসেচকের কাজ নিয়েও কিছু প্রশ্ন এসেছে। যা একটু খুঁটিয়ে না পড়লে লিখতে অসুবিধা হতে পারে। তবে মোটের উপর বেশ ভালোমানের প্রশ্ন করা হয়েছে এবার।’
নব নালন্দা স্কুলের বায়োলজিক্যাল সায়েন্সের শিক্ষিকা দিয়াশা মুখোপাধ্যায় বলেন, ‘এবারের প্রশ্নপত্র বেশ সহজ হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের নম্বর বিভাজন সুন্দরভাবে করা হয়েছে। একটু ব্যাখ্যামূলক প্রশ্ন এসেছে। ফলে খুব যে আটকাবে পড়ুয়াদের তা নয়। একদম সোজাসাপ্টা প্রশ্ন, জটিল প্রশ্ন বলা যায় না।’
আরও পড়ুন: HS 2023 Result Date: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? পরীক্ষা শুরুর আগেই জানাল সংসদ
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
কেমন হল পরীক্ষা- পড়ুয়াদের রিভিউ
বিরাটি হাইস্কুলের এক পরীক্ষার্থী দেবাদিত্য কর বলেন, ‘পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নও সহজ ছিল কিন্তু একটু দীর্ঘ। তাই লিখতে বেশ সময় লেগেছে। তবে অনেক ‘অথবা’ দিয়ে প্রশ্ন দিয়েছিল। তাই অসুবিধা হয়নি।’ অপর পরীক্ষার্থী দ্বীপায়ন পাল বলেন, ‘একটা ৩ নম্বরের প্রশ্ন ছেড়েছি। তবে পরীক্ষা বেশ ভালো হয়েছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup