এবার উচ্চমাধ্যমিকে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের প্রশ্ন বেশ ঘুরিয়ে এসেছে। জানালেন শিক্ষক। তাঁর মতে, এবার এমন একাধিক প্রশ্ন এসেছে, যেগুলি আগে কখনও আসেনি। প্রশ্ন ঘুরিয়েও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এডুকেশনের শিক্ষক। অর্থাৎ এবার নম্বর কতটা উঠবে, তা নিয়ে ধন্দ আছে।
উচ্চমাধ্যমিকের এডুকেশন প্রশ্নপত্রের রিভিউ
নসিবপুর হাইস্কুলের এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের শিক্ষক পিন্টুকুমার মণ্ডল জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও সহজ প্রশ্ন আসবে বলে ভেবেছিলেন পড়ুয়ারা। কিন্তু আশানুরূপ প্রশ্ন আসেনি। একটু ঘুরিয়ে প্রশ্ন এসেছিল। যেমন - কোনওদিন প্রেষণা থেকে প্রশ্ন আসেনি। এবার উচ্চমাধ্যমিকের প্রেষণা চক্রের বর্ণনার প্রশ্ন যে দেওয়া হয়েছিল, সেটা আমার শিক্ষকতা জীবনে কখনও প্রশ্ন আসেনি। বইয়েও নেই কোথাও।
তিনি আরও জানিয়েছেন, স্ট্যাটিস্টিক্স প্রশ্নও একটু কঠিন এসেছে। আট নম্বরের ওই প্রশ্নে ট্যালি করে পড়ুয়াদের পুরো সমাধান করতে হবে। ওই প্রশ্নটা বেশ জটিল ছিল। সার্বিকভাবে এবার উচ্চমাধ্যমিকে যে প্রশ্ন এসেছে, তা কিছুটা ঘুরিয়ে এসেছে। দুটি এমসিকিউ প্রশ্নের ‘অপশন’-এ ভুল ছিল। সঠিক উত্তর দেওয়া ছিল না। (কোন কোন প্রশ্নে গলদ ছিল, তা দেখে নিন – HS 2023 Education Exam Wrong Questions: উচ্চমাধ্যমিকের এডুকেশন পরীক্ষার ২ টি MCQ প্রশ্নে ভুল, ‘অপশনে’ নেই সঠিক উত্তর)
পড়ুয়াদের রিভিউ
দমদম ক্রাইস্ট চার্চ স্কুলের পরীক্ষার্থী নেহা মণ্ডল বলেন, ‘প্রশ্ন খুবই সহজ এসেছে। প্রত্যেকটা প্রশ্নই কমন এসেছে। কোনও প্রশ্নই ছেড়ে আসতে হয়নি। আমি গত পাঁচ বছরের টেস্ট পেপার সলভ করেছি। তাই কোনও সমস্যা হয়নি।’ আবার বিরাটি মহাজাতি বালিকা বিদ্যামন্দিরের পরীক্ষার্থী রূপসা দাস বলেন, ‘আগের বারের থেকে প্রশ্ন সহজ হয়েছে। প্রশ্ন কমন পেয়েছি। ছোট প্রশ্ন বেশ সহজ এসেছে। পরীক্ষাও তাড়াতাড়ি শেষ হয়েছে।’
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার কোন বিষয়ের প্রশ্ন কেমন এসেছে?
- HS 2023 Bengali Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 English Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Biological science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের জীবনবিজ্ঞান প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Business studies Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বিজনেস স্টাডিজ পরীক্ষার প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Political Science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Mathematics Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 History Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Psychology Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের সাইকোলজির প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে।
- HS 2023 Computer Science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের কম্পিউটার সায়েন্সের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Philosophy Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ফিলোজফি বা দর্শনের প্রশ্ন? ব্যাখ্যা করলেন শিক্ষক - ক্লিক করুন এখানে।
- HS 2023 Accountancy Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অ্যাকাউটেন্সি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে।
- HS 2023 Physics Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)