এবার উচ্চমাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় দুটি প্রশ্নে গলদ ধরা পড়ল। নসিবপুর হাইস্কুলের এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের শিক্ষক পিন্টুকুমার মণ্ডল জানিয়েছেন, দুটি এমসিকিউ প্রশ্নের ‘অপশন’-এ সঠিক উত্তর দেওয়া ছিল না। যে চারটি অপশন দেওয়া ছিল, সেগুলি ভুল ছিল। তবে সেই দুটি প্রশ্নের উত্তর দিলে পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হবে কিনা, সে বিষয়ে আপাতত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কোন কোন প্রশ্নে ভুল ছিল?
১) উচ্চমাধ্যমিকের এমসিকিউ বিভাগের দ্বাদশ প্রশ্নে জানতে চাওয়া হয় যে ‘Operation Blackboard কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে?’ তাতে চারটি 'অপশন' দেওয়া হয়েছে - কোঠারি কমিশনে, স্যাডলার কমিশনে, মুদালিয়ব কমিশনে, হান্টার কমিশনে।
নসিবপুর হাইস্কুলের এডুকেশনের শিক্ষক জানিয়েছেন, ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’-এর প্রশ্নে যে চারটি 'অপশন' দেওয়া হয়েছে, সেগুলির কোনওটাই উত্তর হবে না। আদতে উত্তর হবে ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি। অর্থাৎ সঠিক উত্তর যেটা হবে, সেটা ‘অপশন’-এ ছিল না।
২) ওই এমসিকিউ বিভাগের সপ্তম প্রশ্নেও যে 'অপশন' গুলি দেওয়া ছিল, সেগুলি আদতে উত্তর হবে না। সপ্তম প্রশ্নটা ছিল, ‘শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন’। তাতে চারটি ‘অপশন’ ছিল - মুদালিয়র কমিশন, জাতীয় শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি ১৯৮৬, রাধাকৃষ্ণন কমিশন।
বিষয়টি নিয়ে নসিবপুর হাইস্কুলের এডুকেশনের শিক্ষক জানিয়েছেন যে ওই প্রশ্নের উত্তর হবে আদতে কোঠারি কমিশন। যা ‘অপশন’-এ ছিল না। অর্থাৎ এডুকেশন প্রশ্নের নীচে যে চারটি ‘অপশন’ ছিল, তাতে সঠিক উত্তর দেওয়া হয়নি।
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার কোন বিষয়ের প্রশ্ন কেমন এসেছে?
- HS 2023 Bengali Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 English Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Biological science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের জীবনবিজ্ঞান প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Business studies Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বিজনেস স্টাডিজ পরীক্ষার প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Political Science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Mathematics Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 History Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Psychology Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের সাইকোলজির প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে।
- HS 2023 Computer Science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের কম্পিউটার সায়েন্সের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Philosophy Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ফিলোজফি বা দর্শনের প্রশ্ন? ব্যাখ্যা করলেন শিক্ষক - ক্লিক করুন এখানে।
- HS 2023 Accountancy Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অ্যাকাউটেন্সি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে।
- HS 2023 Physics Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে।
- HS 2023 Education Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের এডুকেশনের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক - ক্লিক করুন এখানে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)