২০২৩ সালের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা হয়েছে আজ। দ্বিতীয় ভাষার পরীক্ষা (মূলত ইংরেজি) হয়েছে। কেমন হল এবারের প্রশ্নপত্র? সে কথা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন ইংরেজির বিশেষজ্ঞ শিক্ষক। পাশাপাশি এবারের ইংরেজি পরীক্ষা কেমন হল? তা নিয়ে পড়ুয়াদের কথাও শুনল হিন্দুস্তান টাইমস বাংলা।
শিক্ষকদের রিভিউ
পাঠভবন কলকাতা স্কুলের ইংরেজি শিক্ষিকা ভারতী চট্টোপাধ্যায় বলেন, ‘প্রশ্ন যেমন ভাবা হয়েছিল, তেমনটাই হয়েছে। বেশ সহজ হয়েছে। শুধু তাই নয়, আধুনিক প্রজন্মের মতো করে করা হয়েছে। এছাড়াও এবার এমসিকিউ এবং এসএকিউয়ের জন্য আলাদা বুকলেট করা হয়নি। কাউন্সিলের (উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ) এই উদ্যোগ বেশ প্রশংসনীয়। প্রতিটি বিভাগ থেকে এমনই প্রশ্ন আশা করেছিল পরীক্ষার্থীরা। আমার মতে, পড়ুয়ারা দারুণ ফল করবে এবার। ’
বিরাটি হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা ঝিল্লি সেনগুপ্ত জানান, ‘প্রশ্ন খুব ভালো হয়েছে। এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন সবই সহজ এসেছে। এমনকী রাইটিংয়ের মধ্যে (পরীক্ষার্থীদের রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং ও প্রেসির মধ্যে একটি করতে হয়) লেটার রিপোর্টে খুব ভালো বিষয় দেওয়া হয়েছে। অনেক সময় রিপোর্ট বা লেটার কঠিন এলে পরীক্ষার্থীরা বাধ্য হয়ে প্রেসি লেখে। তবে এবারে রিপোর্ট বা লেটার লেখাটা কোনও ব্যাপারই নয়।’
আরও পড়ুন: HS 2023 Result Date: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? পরীক্ষা শুরুর আগেই জানাল সংসদ
আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা
কেমন হল পরীক্ষা- পড়ুয়াদের রিভিউ
লেকটাউন গভর্নমেন্ট স্পন্সরড গার্লস হাইস্কুলের পরীক্ষার্থী সুস্মিতা ঘোষ জানায়, ‘পরীক্ষা খুব ভালো হয়েছে। সব প্রশ্ন কমন এসেছে।’
বিরাটি হাইস্কুলের এক পরীক্ষার্থী দেবাদিত্য কর বলে, ‘প্রশ্ন খুব ভালো হয়েছে। শুধু বই পড়ে গিয়েছিলাম। তাতেও লিখতে কোনও সমস্যা হয়নি। রাইটিংও বেশ সহজ এসেছিল।’
বিরাটি মহাজাতি বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী বিপাশা বোস জানায়, ‘প্রশ্ন কঠিন হবে ভেবেছিলাম। কিন্তু দারুণ পরীক্ষা হয়েছে। অনেকটাই সোজা করেছে। গ্রামারও কমন পেয়েছি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup